বিলকিসের আর্জি শুনবে সুপ্রিম কোর্ট

Must read

নয়াদিল্লি : গুজরাত দাঙ্গার নির্যাতিতা বিলকিস বানোর (Supreme Court- Bilkis Bano) আবেদনের ভিত্তিতে শুনানি হবে সুপ্রিম কোর্টে। বুধবার জানিয়েছে শীর্ষ আদালত। বিলকিস বানোর গণধর্ষণ ও তাঁর শিশুকন্যা সহ পরিবারের সাত সদস্যকে খুনের দায়ে দোষী সাব্যস্ত ১১ জনের জেলমুক্তিকে চ্যালেঞ্জ জানিয়ে পৃথক আবেদন করেছিলেন তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র, সিপিএম নেত্রী সুভাষিণী আলি, সাংবাদিক রেবতী কাউল ও লখনউ বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য রূপরেখা ভার্মাও। প্রথমে বিলকিসের আবেদনের ভিত্তিতে শুনানি হবে বিচারপতি অজয় রাস্তোগির বেঞ্চে। বুধবার বিচারপতি রাস্তোগি জানিয়েছেন, বিলকিস বানো যেহেতু নিজেই ঘটনার প্রত্যক্ষ শিকার এবং তিনিই মুক্তির সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে (Supreme Court- Bilkis Bano) আবেদন করেছেন, সেক্ষেত্রে তাঁর আবেদনটি প্রাধান্য দিয়ে দেখা হবে। প্রসঙ্গত, বিলকিস বানো গণধর্ষণ ও একাধিক খুনে দোষী সাব্যস্ত ১১ জনকে তাদের সাজার মেয়াদ সম্পূর্ণ আগেই জেল থেকে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেয় গুজরাত সরকার। মুক্তির পর ওই অপরাধীদের ফুলের মালা ও মিষ্টি দিয়ে স্বাগত জানান বিজেপি নেতারা। সুপ্রিম কোর্ট বলেছে বিলকিসের আবেদনের শুনানির সময় এই সংক্রান্ত অন্য পিটিশনগুলি মামলায় পরে যুক্ত করা হবে।

আরও পড়ুন-বিনোদনের জগতে নজরদারির নয়া কৌশল

Latest article