ডেঙ্গির নিয়ম না মানলে জরিমানা

এছাড়াও শিলিগুড়ি শহরের মোট ৮৯টি ফাঁকা জায়গা চিহ্নিত করা হয়েছে যে সব জায়গা থেকেই মূলত ডেঙ্গির মশা জন্ম নিচ্ছে এবং ছড়াচ্ছে

Must read

সংবাদদাত, শিলিগুড়ি : ডেঙ্গি নিধনে এবার কড়া পদক্ষেপ নিল পুরসভা। নিয়ম না মানলে হবে জরিমানা। ডেঙ্গিপ্রবণ ওয়ার্ডগুলিতে অতিরিক্ত ২০টি করে ভেক্টর কন্ট্রোল টিম নামানো হয়েছে। এই টিমের প্রত্যেকের কাছে দুটো করে স্প্রে মেশিন। এছাড়াও শিলিগুড়ি শহরের মোট ৮৯টি ফাঁকা জায়গা চিহ্নিত করা হয়েছে যে সব জায়গা থেকেই মূলত ডেঙ্গির মশা জন্ম নিচ্ছে এবং ছড়াচ্ছে।

আরও পড়ুন-ভারতীয়দের এন্ট্রি ফি মকুব ভুটানে

এই সমস্ত জায়গার মালিকদের ইতিমধ্যে নোটিশ পাঠানো হয়েছে। অবিলম্বে জায়গাগুলি পরিষ্কার না করলে জমির মালিকদের ৫০ হাজার টাকা করে জরিমানা করা হবে বলে পুরসভার সূত্রে জানা গিয়েছে। যে জমির মালিকেরা পুরনিগমের সঙ্গে যোগাযোগ না করছেন তাঁদের জমিতে এসএমসি লেখা বোর্ড লাগানো হচ্ছে।

Latest article