পরমাণু অস্ত্রের ভাণ্ডার দ্রুত বাড়াচ্ছে চিন, উদ্বেগ জানিয়ে দাবি পেন্টাগনের

Must read

প্রতিবেদন : উদ্বেগজনক দ্রুততার সঙ্গে চিন তার পরমাণু অস্ত্রের ভাণ্ডার বাড়িয়ে চলেছে। পাশাপাশি আধুনিকীকরণের কাজও করছে জোরকদমে। এই অবস্থা চলতে থাকলে অচিরেই আমেরিকার অস্ত্রভাণ্ডারের সমকক্ষ হয়ে উঠবে চিন। দাবি পেন্টাগনের।

আরও পড়ুন-রবীন্দ্র সদনে সুব্রত মুখোপাধ্যায়কে শেষ শ্রদ্ধা জানালেন রাজনৈতিক নেতা অভিনেত্রী থেকে সাধারণ মানুষ

বুধবার মার্কিন প্রতিরক্ষা বিভাগের সদর দফতর পেন্টাগন তাদের বার্ষিক রিপোর্ট পেশ করেছে। জানিয়েছে, ২০২৭ সালের মধ্যে চিন ৭০০টি পরমাণু ওয়্যারহেড তৈরি করে ফেলবে। ২০৩০ সালের মধ্যে সেই সংখ্যা বেড়ে হবে এক হাজার।

এই মুহূর্তে জল, স্থল ও বায়ু— তিন ক্ষেত্রেই চিন তার পরমাণু অস্ত্রভাণ্ডার বাড়িয়ে চলেছে। পেন্টাগনের দাবি, চিন যেভাবে তাদের পরমাণু অস্ত্রের আধুনিকীকরণ ও ভাণ্ডার বাড়াচ্ছে তাতে তারা রাশিয়া ও আমেরিকার সমকক্ষ হতে খুব বেশিদিন সময় নেবে না।

আরও পড়ুন-মুস্তাকের প্রথম ম্যাচে সহজ জয় বাংলার

চিনের এই অগ্রগতি দক্ষিণ এশিয়ার শান্তি বিঘ্নিত করতে পারে। চিন হয়তো রাশিয়া, আমেরিকার ক্ষেত্রে সরাসরি কোনও হুমকি নয়। তবে তারা বিশ্বের অন্য দেশকে পরমাণু অস্ত্র সরবরাহ করতে পারে। যা গোটা দুনিয়ার পক্ষে উদ্বেগজনক হয়ে উঠবে।

উল্লেখ্য, মাত্র এক বছর আগে পেন্টাগন তাদের বার্ষিক রিপোর্টে জানিয়েছিল, বর্তমানে চিনের হাতে ২০০টি পরমাণু অস্ত্রচালিত ডেলিভারি ওয়্যারহেড আছে। ২০৩০ সালে এই সংখ্যাটা দ্বিগুণ হতে পারে। কিন্তু মাত্র একবছর পরেই পেন্টাগন জানাল, দ্বিগুণ নয়, এই সংখ্যাটি আড়াই গুণ বাড়িয়ে নিতে চলেছে চিন। এই বৃদ্ধি বিপজ্জনক।

Latest article