বঙ্গ

শহিদ প্রণামে জনতার ঢল নন্দীগ্রামে

প্রতিবেদন : শহিদ প্রণামে জনতার ঢল নামল নন্দীগ্রামে। কৃষিজমি রক্ষার আন্দোলনে যাঁরা উৎসর্গ করেছিলেন নিজেদের জীবন তাঁদের প্রতি হৃদয়ের শ্রদ্ধা, কৃতজ্ঞতা উজাড় করে দিলেন নন্দীগ্রামের মানুষ। শপথ নিলেন বিভাজনের রাজনীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর। মঙ্গলবার কালীচরণপুর পঞ্চায়েতের গড়চক্রবেড়িয়ায় ভূতা মোড়ে বশ্যতা বিরোধী দিবস উপলক্ষে আয়োজন করা হয়েছিল এক জনসভার। উদ্যোক্তা ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি।

আরও পড়ুন-কেশপুরে তৃণমূল নেত্রীর উপর সিপিএম হার্মাদদের পৈশাচিক হামলার প্রতিবাদ সভা

২০০৭এর এই ৩ জানুয়ারিতেই জমি অধিগ্রহণের বিজ্ঞপ্তি লাগাতে এসে গ্রামবাসীদের সক্রিয় প্রতিরোধের মুখে পড়েছিলেন সিপিএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকারের লোকজন। এই দিনটিতেই শুরু হয়েছিল ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটির আন্দোলন। সেই কারণেই এলাকার মানুষের, বিশেষ করে বিশাল সংখ্যায় মহিলাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এদিন এক বিশেষ মাত্রা দেয় এই সভাকে। উন্নয়নের রাজনীতিতে পেরে উঠতে না পেরে বিজেপির ধর্মের নামে বিষ ছড়ানোর অপচেষ্টার প্রতিবাদে গর্জে ওঠে তৃণমূল কংগ্রেস। অন্যায়ের প্রায়শ্চিত্ত করার জন্য সরাসরি তৃণমূলকে ভোট দেওয়ার ডাক দেওয়া হয় সিপিএম কর্মী-সমর্থকদের। মিথ্যে মামলায় ফাঁসিয়ে যাঁদের দীর্ঘদিন বন্দি রাখা হয়েছে, তাঁদের পরিবারের পাশে দাঁড়ানোর কথাও ঘোষণা করা হয় দলের পক্ষ থেকে। তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক মুখপাত্র কুণাল ঘোষ বিরোধী দলনেতার দিকে স্পষ্ট ইঙ্গিত করে বলেন, যাঁর যাঁর উপরে রাগ আছে, ভোটে সন্ত্রাসের মিথ্যা মামলায় তাঁদেরই ফাঁসানো হচ্ছে। দিনের পর দিন ধরে জেলে আটকে রাখা হচ্ছে তাঁদের। তৃণমূল কংগ্রেস অবশ্যই তাঁদের পরিবারের পাশে আছে, থাকবে।

আরও পড়ুন-আতশকাচের তলায় আমলারা

দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন, দীর্ঘদিন এভাবে বন্দি হয়ে থাকা মানুষের মা-বোনেদের যাতে কারও কাছে হাত পাততে না হয়, তারজন্য সাধ্যমতো সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হবে। গেরুয়া শিবিরের ধর্মীয় বিভাজনের ফাঁদ সম্পর্কে এদিন সতর্কবার্তা দেন তৃণমূল মুখপাত্র। তাঁর কথায়, রাজনৈতিক বাদবিচার না করে মানুষের জন্য কাজ করে তৃণমূল কংগ্রেস। লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর মতো অজস্র সমাজকল্যাণ প্রকল্পের সুযোগ যখন দল-ধর্ম নির্বিশেষে সকলের কাছে পৌঁছে যায়, তখন বিজেপির কথা মানুষ শুনবেন কেন? কেন তাঁদের প্ররোচনায় পা দেবেন? এলাকার মানুষই স্বতঃস্ফূর্তভাবে বলবেন, নো এন্ট্রি শুভেন্দু।

আরও পড়ুন-অমিতের সফর বাতিল বেকায়দায় বঙ্গ বিজেপি

বিজেপি-শূন্য হবে নন্দীগ্রাম। ডবল ইঞ্জিন নয়, উন্নয়নের ধারা বজায় রাখবে ট্রিপল ইঞ্জিন- নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়, জেলা পরিষদে তৃণমূল এবং এবং অবশ্যই তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েত। এদিনের সভামঞ্চে উপস্থিত ছিলেন, নন্দীগ্রাম ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস সভাপতি বাপ্পাদিত্য গর্গ, সহ সভাপতি শেখ আলরাজি, কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত প্রধান শেখ সৈয়দ কাজি, সোনাচূড়া গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান কালিকৃষ্ণ প্রধান, পূর্ব মেদিনীপুর জেলা পরিষদ সদস্য প্রণব মহাপাত্র, চারণকবি মধুসূদন মণ্ডল প্রমুখ।

Jago Bangla

Recent Posts

আরও একধাপ এগোলেন! ভ্যান্স-রুবিওকে সঙ্গে নিয়ে গ্রিনল্যান্ড দখল ট্রাম্পের

গ্রিনল্যান্ড (Greenland_Donald Trump) দখলে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার একধাপ এগিয়ে মঙ্গলবার ট্রাম্প তাঁর…

58 minutes ago

নিজের কেবিনে একাধিক মহিলার সঙ্গে অশ্লীল আচরণ, সাসপেন্ড পুলিশকর্তা

এক নয়, একাধিক! নিজের দফতরে মহিলাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ানোর শাস্তি পেলেন সেই পুলিশ আধিকারিক। কর্নাটক…

4 hours ago

রাজ্যে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা

প্রতিদিন ১ ডিগ্রি করে বাড়ছে সর্বনিম্ন তাপমাত্রা। কলকাতা (Kolkata) থেকে আগামী কয়েকদিনে প্রবল শীতের কনকনানি…

5 hours ago

সর্বকনিষ্ঠ সভাপতি, নেপথ্যে কোন অঙ্ক?

নয়াদিল্লি : অভূতপূর্ব ঘটনা বিজেপিতে (BJP)। মাত্র ৪৫ বছর বয়সেই বিজেপি সভাপতি পদে বসলেন নীতিন…

5 hours ago

সিআরপিএফ ক্যাম্পে অমানুষিক নির্যাতনের শিকার নাবালিকা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করল ক্ষুব্ধ তৃণমূল

নয়ডা : ডাবল ইঞ্জিন সরকারের রাজ্যে এখন নারী-নিরাপত্তার নামে যে কতবড় প্রহসন চলছে তা আরও…

5 hours ago

‘তোমার ভয় নেই মা আমরা প্রতিবাদ করতে জানি’

দেশের সর্বোচ্চ ন্যায়ালয় সুপ্রিম কোর্টকে হস্তক্ষেপ করতেই হত। এত সাধারণ মানুষের ভোগান্তি যেন সহ্যের সব…

5 hours ago