অভাবী মানুষ হাসপাতালে আসেন, পরিষেবা দিন: মন্ত্রী

সেদিনের বৈঠকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ছাড়াও ছিলেন মহকুমাশাসক অয়ন নাথ, মহকুমা হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু প্রমুখ।

Must read

সংবাদদাতা, বোলপুর : ‘মনে রাখবেন অভাবী মানুষরা হাসপাতালে আসেন। পয়সা থাকলে তো তাঁরা নামীদামি নার্সিংহোমে যেতেন! তাই তাঁদের পরিষেবা দিন। কোনও অসুবিধা হলে আমরা পাশে আছি।’ মঙ্গলবার রোগীকল্যাণ সমিতির বৈঠকে সমিতির চেয়ারম্যান হিসেবে বলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা। অভিযোগ, এক শ্রেণির বেসরকারি নার্সিংহোমে প্র্যাকটিশ করা চিকিৎসকের জন্য সরকারি হাসপাতালে চিকিৎসা থেকে বঞ্চিত হচ্ছেন সাধারণ মানুষ।

আরও পড়ুন-জুতো-জামা, বইখাতা, সাইকেল, কন্যাশ্রী, শিক্ষাঋণ, শিক্ষাতেও উন্নয়ন-আলো

এ নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করে মন্ত্রী বলেন, অসহায় আর্থিক দিক দিয়ে পিছিয়ে পড়া যেসব মানুষ হাসপাতালে পরিষেবা নিতে আসেন, তাঁদের কথা আরও বেশি করে ভাবতে হবে। রোগী পরিষেবায় ও রোগীর পরিজনদের সঙ্গে ব্যবহারের বিষয় মাথায় রাখতে হবে। এ-ব্যাপারে কোনও আত্মতুষ্টির জায়গা রাখলে চলবে না। রোগীদের দূর-দূরান্তে রেফার করা চলবে না। রোগীকল্যাণ সমিতির কাজ হল হাসপাতাল কীভাবে পরিচালনা হচ্ছে বা কী কী সুবিধা-অসুবিধা আছে, কীভাবে আরও হাসপাতালের উন্নতি করা যায় এগুলি দেখার। সেদিনের বৈঠকে মন্ত্রী চন্দ্রনাথ সিনহা ছাড়াও ছিলেন মহকুমাশাসক অয়ন নাথ, মহকুমা হাসপাতালের সুপার বুদ্ধদেব মুর্মু প্রমুখ।

Latest article