এদিন গোয়া (Goa) তৃণমূল কংগ্রেস(TMC) টুইট করেছে ‘প্রাক্তন কংগ্রেস উত্তর গোয়া জেলা সাধারণ সম্পাদক শ্রী শঙ্কর ফাদতে, রুদ্রা মহিলা মন্ডল সভাপতি শ্রীমতি @luizinhofaleiro এবং @MahuaMoitra-এর উপস্থিতিতে আজ আমাদের সাথে যোগ দিয়েছেন। এছাড়া রয়েছেন মীনাক্ষী মেগু নায়েক এবং যুব নেতা শ্রী নিতেশ পন্ডিত।
আমরা সবাইকে স্বাগত জানাই!’
আরও পড়ুন-Television: টেলিভিশনের গোড়ার কথা
প্রসঙ্গত কিছুদিন আগেই গোয়াতে স্টেট ইনচার্জ হলেন মহুয়া মৈত্র (Mahua Moitra)। সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস (TMC) নিজেদের টুইটার হ্যান্ডেলে সেই কথা জানিয়েছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে এদিন মহুয়া মৈত্রকে গোয়া রাজ্যের ইনচার্জ হিসাবে নিয়োগ করা হল যা অবিলম্বে কার্যকর করা হচ্ছে।
এর আগে গোয়ার ১৯ বছরের যুবতী সিদ্ধি নায়েকের রহস্যমৃত্যুর ঘটনায় সিদ্ধির বাবা-মায়ের সঙ্গে দেখা তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি দলের সদস্য হয়ে গোয়ায় গিয়েছিলেন মহুয়া। গোয়ার স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে আন্দোলনেও যোগ দিয়েছিলেন।
আরও পড়ুন-রানি কাহিনি…
দলের ভিতরে ও বাইরে সুবক্তা হিসেবে পরিচিত মহুয়া। বিভিন্ন সময় বাংলার বিধানসভায় ও লোকসভায় দুর্দান্ত বক্তৃতা করতে দেখা গিয়েছে মহুয়া মৈত্রকে। ডিসেম্বর থেকেই গোয়ায় প্রচারে ঝাঁপাবে দল। এই প্রচারপর্বে মহুয়া মৈত্রও গোয়ায়ন মাটি কামড়ে থেকে প্রচারে অংশ নেবেন।