Tiljala Traffic Guard: তিলজলা ট্রাফিক গার্ডের দক্ষতায় উদ্ধার ২ নাবালিকা, ধৃত ব্যক্তি

Must read

তিলজলা ট্রাফিক গার্ডের তৎপরতায় উদ্ধার হল ২ নাবালিকা। শনিবার, সকাল ১১ টা নাগাদ আম্বেদকর ব্রিজের উপর দিয়ে দুই কিশোরীকে বাইকে করে নিয়ে যাচ্ছিলেন এক যুবক। নাবালিকাদের হাত শক্ত করে নাইলনের দড়ি দিয়ে বাঁধা ছিল।বেশ দ্রুত গতিতে বাইক চালাচ্ছিলেন ওই যুবক।

আরও পড়ুন-Goa TMC: ফেলেরিও ও মহুয়া মৈত্রের উপস্থিতিতে ফের গোয়াতে তৃণমূল কংগ্রেসে যোগ

দেখেই সন্দেহ হওয়ায় উত্তর পঞ্চান্ন গ্রাম ক্রসিংয়ের কাছে তাকে আটক করে ট্রাফিক পুলিশ। নিয়ে যাওয়া হয় তিলজলা ট্রাফিক গার্ডের ওসি সৌভিক চক্রবর্তীর কাছে। সেখানে মহম্মদ শেহতাব নামের ওই ব্যক্তি জানান, ওই দুই কিশোরীকে ট্যাংরায় তাদের দিদিমার বাড়ি থেকে বারুইপুরের মল্লিকপুরে নিয়ে যাচ্ছিলেন তিনি।

আরও পড়ুন-Television: টেলিভিশনের গোড়ার কথা

নিজেকে ওই দুই কিশোরীর বাবা বলে পরিচয় দেন ওই ব্যক্তি। কিন্তু উদ্ধার হওয়া নাবালিকারা সে কথা অস্বীকার করে। তারা জানায় এই ব্যক্তি তাদের বাবা নন। যন্ত্রণা এবং ভয়ে কুঁকড়ে গিয়েছিল দুই নাবালিকা। সৌভিক চক্রবর্তী তাদের জল খাওয়ান। কথা বলে কিছুটা আশ্বস্ত করেন। তারপর তিনজনকেই তিলজালা থানার এসআই-এর হাতে তুলে দেওয়া হয়। পুলিশ সূত্রে খবর, এই নাবালিকার মায়ের সঙ্গে ধৃত শেহতাবের সম্পর্ক রয়েছে। কিন্তু কোথায়, কী কারণে এই মেয়ে দুটিকে তিনি এভাবে বেঁধে নিয়ে যাচ্ছিলেন, সে বিষয়ে এখনও কিছু জানায়নি পুলিশ।

Latest article