সংবাদদাতা, জলপাইগুড়ি : বামফ্রন্ট সরকার নাকি গরিবের সরকার ছিল! দীর্ঘ ৩৪ বছর ক্ষমতায় থাকলেও গরিব মানুষদের জন্য যে তারা কিছুই করেনি, তার জ্বলন্ত প্রমাণ জলপাইগুড়ি পুরসভার ১ নম্বর ওয়ার্ডের ইন্দিরা গান্ধী কলোনি এলাকার শতাধিক বাসিন্দা। এত বছরেও তাঁরা জমির পাট্টা পাননি। এতদিন পরে তৃণমূল সরকারের উদ্যোগে পাট্টা পেতে চলেছেন ৯৫ জন গরিব বাসিন্দা। স্বাভাবিকভাবেই আনন্দিত তাঁরা সকলেই।
আরও পড়ুন :ভবানীপুরে সবাইকে সঙ্গে নিয়ে চলার বার্তা দলনেত্রীর।
প্রাক্তন যুব তৃণমূল জেলা সভাপতি শেখর বন্দ্যোপাধ্যায় আরআর ডিপার্টমেন্ট ও জলপাইগুড়ি পুরসভায় দৌড়ঝাঁপ করে ওঁদের মনোযোগ আকর্ষণ করেন। বৃহস্পতিবারই ইন্দিরা গান্ধী কলোনিতে এ নিয়ে এদিন একটি শিবির করা হয়েছিল। সেখানে প্রায় একশো বাসিন্দা দলিলে সই করেন। এক সপ্তাহের মধ্যেই তাঁরা পাট্টা হাতে পেয়ে যাবেন। এই পাট্টা হাতে না পাওয়ায় সরকারি বাড়ি থেকে শুরু করে অন্যান্য সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হচ্ছিলেন তাঁরা। বাসিন্দা নিমাই রায় বলেন, পাট্টার জন্য বাম আমলে অনেক দৌড়ঝাঁপ করেছি। কাজ হয়নি। আর এক বাসিন্দা রাখালদাস বলেন, পাট্টা হাতে পাওয়ার ফলে বৈধ নাগরিক হিসেবে গণ্য হতে পারছি। এটা খুবই আনন্দের। জনদরদি মুখ্যমন্ত্রীর জন্যই এই প্রাপ্তি, তাঁকে অনেক ধন্যবাদ।