বেলা যত বাড়ছে উত্তপ্ত হয়ে উঠছে আসানসোল। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে ঘিরে বিক্ষোভ দেখায় আসানসোলের ভোটাররা। বারাবনির ১৭৫ নম্বর বুথে ঢুকেই আঙুল উঁচিয়ে ভোটারদের সঙ্গে বচসায় জড়ান প্রার্থী অগ্নিমিত্রা পল (Agnimitra Paul)। এরপরই উত্তেজিত জনতা অগ্নিমিত্রা পলের গাড়ির দিকে তেড়ে যান। বুথে রিগিং হচ্ছে বলে অভিযোগ তোলেন প্রার্থী। যদিও রিগিংয়ের অভিযোগ নাকচ করে নির্বাচন কমিশন। বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলের (Agnimitra Paul) বিরুদ্ধে জনতার অভিযোগ,”ঝামেলা করার জন্য বুথে এসেছেন বিজেপি প্রার্থী।”
আরও পড়ুন – “মারের বদলা পালটা মার হবে।”, হুঁশিয়ারি আসানসোলের বিজেপি প্রার্থী অগ্নিমিত্রার
তৃণমূলের বক্তব্য, ২০টি গাড়ির কনভয় নিয়ে ঘুরছেন অগ্নিমিত্রা। তাঁর সঙ্গে রয়েছেন একজন সমাজবিরোধীও। এইভাবে অগ্নিমিত্রা ভোটারদের প্রভাবিত করতে পারেন বলে অভিযোগ তোলে তৃণমূল কংগ্রেস। ঘটনাটি রিটার্নিং অফিসারকে জানায় তৃণমূল কংগ্রেস।
অগ্নিমিত্রা পলের গাড়ির দিকে তেড়ে যাওয়ার পরই বিজেপি প্রার্থীর নিরাপত্তারক্ষীর অভিযোগ, প্রার্থীর গাড়িতে লাঠি, ঢিল মারা হয়। তৃণমূলের পাল্টা অভিযোগ, অগ্নিমিত্রা পলের নিরাপত্তারক্ষীরা দলের কর্মীদের উপর হামলা চালায়।