কলকাতা হাই কোর্টের নির্দেশে রাজ্যের চার ধর্ষণ মামলার তদন্তে আইপিএস দময়ন্তী সেন

Must read

মাটিয়া, দেগঙ্গা, বাঁশদ্রোনি এবং ইংরেজবাজার— এই চারটি ধর্ষণ মামলার তদন্ত চলবে আইপিএস দময়ন্তী সেনের (Damayanti Sen) নজরদারিতে। মঙ্গলবার এমনটাই নির্দেশ দিয়েছে কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চ। ২০ এপ্রিলের মধ্যে রিপোর্ট দিতে হবে রাজ্যকে। পূর্বে দময়ন্তীর (Damayanti Sen) নিরপেক্ষ ভাবে তদন্ত করার ট্র্যাক রেকর্ডের কারণেই এই সিদ্ধান্ত।

তবে, দময়ন্তী ওই নজরদারির দায়িত্ব নিতে না চাইলে তিনি সরাসরি আদালতকে জানাতে পারেন বলেও জানিয়েছে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তবের বেঞ্চ। শুনানিতে প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব বলেন, দু-তিনটি ঘটনা পর পর ঘটেছে। কেন এমন ঘটছে ! তবে, এই নির্দেশে নদিয়ার হাঁসখালির ঘটনা নেই। মামলার পরবর্তী শুনানি ২০ এপ্রিল।

Latest article