বাবুল সুপ্রিয়কে বুথে ঢুকতে বাধা কেন্দ্রীয় বাহিনীর, রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

Must read

মঙ্গলবার সকাল থেকে শুরু হয়েছে বালিগঞ্জ এবং আসানসোলে উপনির্বাচন। এদিন সকাল সাড়ে ৯ টা নাগাদ বালিগঞ্জের সাউথ পয়েন্ট স্কুলে আসেন বাবুল, ঢুকতে যান বুথে। তখনই তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। এই প্রসঙ্গে কেন্দ্রীয় বাহিনীর দিকে অভিযোগের আঙুল তোলেন বালিগঞ্জের তৃণমূল কংগ্রেস প্রার্থী বাবুল সুপ্রিয়। তিনি (Babul Supriyo) বলেন, “সেন্ট্রাল বাহিনী, কখনও তারা ওভারঅ্যাক্টিভ হয়ে যাচ্ছে, আবারও কখনও বা দেখা যাচ্ছে কলিগ এজেন্টদের সাথে দাঁড়িয়ে চা খাচ্ছে। প্রথম দিকে দেখা যায় মোবাইল নিয়ে বুথে ঢুকতে দেওয়া হচ্ছিলো না। এরপর ভোটাররা এই নিয়মের সম্পর্কে জানতে চাইলে একটু স্বাভাবিক হয়৷ এখন আমি দেখে এলাম সকলে মোবাইল নিয়েই ঢুকছে।” বাবুলকে (Babul Supriyo) কেন বুথে ঢুকতে দেওয়া হয়নি তা জানতে চেয়ে রিপোর্ট তলব করেছে কমিশন।

Latest article