সংবাদদাতা, সংগ্রামপুর :রামধনু জোটের প্রার্থী ছিলেন সাগরদিঘির বাইরন বিশ্বাস। আজ সেই বাইরন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের হাত থেকে পতাকা নিয়ে তৃণমূল কংগ্রেসে যোগ দিলেন। আমরা বলেছিলাম খেলা হবে, আজ খেলা হল। আগামীদিনে আরও হবে। সোমবার দক্ষিণ ২৪ পরগনার সংগ্রামপুর কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে এক বিশাল সমাবেশে বললেন বাণিজ্য, শিশু ও নারীকল্যাণ দফতরের মন্ত্রী ডাঃ শশী পাঁজা একথা বলেন।
আরও পড়ুন-হাইমাদ্রাসায় নজরকাড়া ফল হিন্দুকন্যা নিশার
শশী আরও বলেন,‘ বাম-কংগ্রেসের জোট মানুষ মেনে নেয়নি। একসময় বামেদের হাতে কংগ্রেসের ৫৫ হাজার কর্মী-সমর্থক খুন হন। আজ বামেদের সঙ্গে কংগ্রেস জোট করছে। এই জোট করার অর্থ সেদিনের হিংসাকে সমর্থন করা। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই জোটকে ঘৃণা করেন। আর এই জোটের পিছনে আছে বিজেপি। যারা মানুষে মানুষে দাঙ্গা লাগাতে চাইছে। কেন্দ্রের বিজেপি-বিরোধী একমাত্র শক্তি তৃণমূল। তৃণমূলই পারে মোদিকে ক্ষমতাচ্যুত করতে। শশী লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী ইত্যাদি প্রকল্পের উপযোগিতার প্রসঙ্গ টানেন। এছাড়া বক্তা ছিলেন গ্রন্থাগার ও জনশিক্ষা মন্ত্রী সিদ্দিকুলা চৌধুরি।
আরও পড়ুন-মাত্র ২৭ বছরেই মৃত্যু, অঙ্গদানে অমর সৌমেন
সিদ্দিকুল্লা বলেন, বাংলার মাটি ধর্মনিরেপেক্ষতার মাটি। এখানে কোনওদিন সাম্প্রদায়িক বিজেপি ক্ষমতায় আসতে পারবে না। জয় হবে ধর্মনিরপেক্ষতার। ছিলেন বিধায়ক রাজ চক্রবর্তী, শওকত মোল্লা, নমিতা সাহা, গিয়াসউদ্দিন মোল্লা, যোগরঞ্জন হালদার, সুন্দরবন সাংগঠনিক জেলা সভাপতি জয়দেব হালদার, যুব সভাপতি বাপি হালদার প্রমুখ।