‘শান্তিপূর্ণ ভোট হচ্ছে, বিরোধীদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন’ মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে গিয়ে মন্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Bandopadhyay)। কলকাতা পুলিশের ভূয়সী প্রশংসা করেন মুখ্যমন্ত্রী। রবিবার, কলকাতা পুরসভার ভোটে (Kolkata Municipal Election) বেশ কিছু জায়গায় গোলমাল পাকানোর চেষ্টা করে বিরোধীরা। বারবার অশান্তির অভিযোগ তোলে বিজেপি-বাম-কংগ্রেস (Bjp-Left-Congress)। সেই অভিযোগ উড়িয়ে দেন তৃণমূল সুপ্রিমো। স্পষ্ট বলেন, বিরোধীদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন।
আরও পড়ুন-অধিকার রক্ষা হোক সমাজের সব শ্রেণির মানুষের
এদিন বিকেল ৪টে নাগাদ, মিত্র ইন্সটিটিউশনে ভ্রাতৃবধূ তথা ৭৩ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী কাজরী বন্দ্যোপাধ্যায়কে সঙ্গে নিয়ে ভোট দিতে যান মুখ্যমন্ত্রী। বলেন, উৎসবের মেজাজে সকলে শান্তিতে ভোট দিয়েছেন, তাতে তিনি খুশি তিনি। বলেন, “কলকাতা পুরসভা নির্বাচনে এখনও পর্যন্ত ৫০ শতাংশ ভোট পড়েছে। যা কার্যত রেকর্ড”
আরও পড়ুন-শীতের নিউমার্কেট
এর পরেই বিরোধীদের অশান্তির অভিযোগকে কটাক্ষ মমতা বলেন, ভোটে প্রার্থী দিতে না পেরে বলছে ভোট হচ্ছে না। অশান্তির অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। পরিকল্পনা করে অভিযোগ করা হচ্ছে বলে তীব্র আক্রমণ করেন তৃণমূল নেত্রী।
মানুষের ছোট ছোট অসুবিধাগুলিকে দূর করে তাদের জীবন সহজ করা। সেবার মধ্যে দিয়ে কঠিন বাধা…
নাগপুর : এবারে কি সত্যিই ঘনিয়ে এল মোদির বিদায়বেলা? দলের অন্দর থেকেই সুস্পষ্ট বার্তা, অনেক…
শ্রীনগর : সেনাবাহিনীর (Indian Army) সঙ্গে কিশতওয়ারের জঙ্গলে লুকিয়ে থাকা জঙ্গিদের গুলির লড়াই শুরু হয়েছিল…
ওয়াশিংটন: ইউরোপের দেশগুলির উপর শুল্কের ভার চাপিয়ে গ্রিনল্যান্ড (Greenland_America) দখল করার কৌশল নিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট…
নয়াদিল্লি : কেন্দ্রীয় সরকারের সাহিত্য অ্যাকাডেমি পুরস্কার স্থগিত রাখার সিদ্ধান্তের প্রতিবাদে অভিনব পদক্ষেপ নিলেন তামিলনাড়ুর…
সংবাদদাতা, বারাসত : জনসুনামির সাক্ষী থাকল উত্তর ২৪ পরগনার জেলা সদর বারাসত। সোমবার বারাসতের কাছারি…