সংবাদদাতা, কোচবিহার : পাইপলাইনের মাধ্যমে বাড়ি বাড়ি পৌঁছবে রান্নার গ্যাস (Piped cooking gas- Cooch Behar)। কোচবিহার পুরসভা ইতিমধ্যেই এই কাজে আগ্রহী সংস্থার সঙ্গে বৈঠক করেছে। একটি রূপরেখাও তৈরি করা হয়েছে৷ মাস ছয়েকের মধ্যে এই কাজ শুরু হবে বলে জানিয়েছে পুরসভা৷ সিলিন্ডারের রান্নার গ্যাসের যে খরচ, তার থেকে কম খরচে পাইপলাইনের গ্যাসে সুবিধা পাবেন কোচবিহার শহরের বাসিন্দারা৷ কোচবিহার শহরে ২০টি ওয়ার্ড। সব ওয়ার্ডের বাসিন্দারা এই সুবিধা পাবেন।
ইতিমধ্যে এই সংস্থা সমীক্ষা করে জানিয়েছে, প্রথম ধাপে শহরের দশ হাজার বাড়িতে এই সুবিধা দেওয়া হবে৷ পাইপলাইন (Piped cooking gas- Cooch Behar) বসবে ১০৪ কিলোমিটার। শিগগিরই জলের পাইপলাইনের মতো গ্যাসের পাইপলাইন বসানোর কাজ শুরু হবে। মিটার অনুযায়ী বিল প্রতিমাসে মেটাতে হবে। কোচবিহারের পুরপ্রধান রবীন্দ্রনাথ ঘোষ জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে কোচবিহার শহর হেরিটেজ শহর হিসেবে সাজিয়ে তোলার কাজ শুরু হয়েছে৷
এতদিন কলকাতার মতো বড় শহরে পাইপলাইনের মাধ্যমে রান্নার গ্যাস সরবরাহ হত। এবারে রাজ্যে প্রথম কোচবিহার শহরে এই সুবিধা পাবেন নাগরিকেরা৷ বরাত পাওয়া সংস্থা জানিয়েছে, তাদের লক্ষ্য শহরে ৫০ হাজারের বেশি সংযোগ দেওয়া৷ ইতিমধ্যেই তারা সমীক্ষা শুরু করে দিয়েছে। শিগগিরই পাইপলাইন পাতার কাজ শুরু হয়ে যাবে। কোচবিহার নজির গড়বে আরও এক।