বিশেষভাবে সক্ষম হয়েও কোন অবস্থাতেই পিছিয়ে থাকেনি পিয়াসা। উচ্চতা তার মাত্র ৩ ফুট। পা একপ্রকার নেই বললেই চলে। হাতও ছোট। সমস্ত প্রতিবন্ধকতাকে জয় করে নেট পরীক্ষায় দুর্দান্ত ফলাফল করলেন নদিয়ার শান্তিপুর থানার পটেশ্বরী স্ট্রিটের বাসিন্দা পিয়াসা মহলদার। নেট পরীক্ষায় তিনি পেয়েছেন ৯৯.৩১ শতাংশ নম্বর। ইচ্ছা থাকলেই যে অসাধ্য সাধন হয় সেটা আবার প্রমান করলেন পিয়াসা।
আরও পড়ুন-গুরু নানক ভবনে’র জমি প্রস্তুত, সঠিকভাবে আবেদন করার বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের
ছোট থেকেই তার সর্বাঙ্গে বিভিন্ন ধরনের প্রতিবন্ধকতা আছে। একা একা চলাফেরা পারেন না বললেই চলে। কিন্তু পড়াশোনায় তিনি ছোট থেকেই আগ্রহী। মাধ্যমিক থেকে শুরু করে অন্যান্য গুরুত্বপূর্ণ পরীক্ষায় তিনি সার্বিকভাবেই ভালো ফল করেছেন। তিনি কল্যাণী সেন্টারে দিন কয়েক আগে নেট পরীক্ষায় বসেন। একপ্রকার শুয়ে শুয়েই তিনি পরীক্ষা দিয়েছেন। কম্পিউটারের মাধ্যমে তিনি নেট পরীক্ষা দেন। পরীক্ষার ফলাফল প্রকাশ্যে আসতেই চমকে যায় সকলেই। গোটা শান্তিপুর জুড়ে তাঁকে সংবর্ধনা জানানো হচ্ছে । বাংলা বিভাগের ছাত্রী পিয়াসা কিন্তু তিনি পিএইচডি করার জন্য আগ্রহী। অ্যাসিস্ট্যান্ট প্রফেসারের সুযোগ এলে তিনি সেই পথ বেছে নেবেন বলেই জানান।
আরও পড়ুন-স্বস্তি সোরেনের, খনি দুর্নীতি ও আর্থিক তছরুপ মামলায় তদন্তে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের
পিয়াসা জানিয়েছেন, ‘এখন অ্যাসিস্ট্যান্ট প্রফেসারে শূন্যপদ নেই। শূন্যপদ তৈরি হতে আরও দুবছর সময় লেগে যাবে। তাই বসে না থেকে আমি পিএইচডি করতে চায়। রবীন্দ্রনাথের কোনও একটি বিষয় নিয়ে আমি পিএইচডি করব। পরে অ্যাসিস্ট্যান্ট প্রফেসারে সুযোগ পেলে দুটোই একসঙ্গে করব।’