শনিবার ব্রাজিলের অ্যামাজনে (Brazil, Amazon) একটি যাত্রীবাহী বিমান ভেঙে পড়ে। সূত্রের খবর, দুর্ঘটনায় বিমানের সব যাত্রীর মৃত্যু হয়। অ্যামাজন স্টেটের গভর্নর এই বিষয়ে জানান, জনপ্রিয় পর্যটন কেন্দ্র বারসেলসের কাছে বিমানটি ভেঙে পড়ে। ক্রু সহ ১৪ জন ছিলেন এই বিমানে। বিমানটি অ্যামাজন স্টেটের রাজধানী মানউস থেকে ৪০০ কিলোমিটার দূরে বার্সেলসে ভেঙে পড়ে। হঠাৎ কোনো মাঝ আকাশ থেকে মাটিতে আছড়ে পড়ল বিমানটি, সেটা যদিও জানা যায়নি।
আরও পড়ুন-আজ কাপ জিততেই হবে : শুভমন
অ্যামাজনের গভর্নর উইলসন লিমা এক্সে এই ঘটনার পরিপ্রেক্ষিতে লেখেন, ‘শনিবার বার্সেলসে বিমান দুর্ঘটনায় মৃত ১২ জন যাত্রী ও ২ জন ক্রু সদস্যের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করছি। আমাদের উদ্ধারকারী দল যথাসাধ্য চেষ্টা চালাচ্ছে সাহায্য করার। নিহতদের পরিবারের প্রতি সমবেদনা রইল।’
আরও পড়ুন-রাজভবনের নির্দেশ ছুঁড়ে ফেলুন
এই বিমান মানাউস অ্যারোটাক্সি নামক উড়ান সংস্থার। এই ঘটনার পর তাদের তরফে বিবৃতি জারি করে জানানো হয়, মাঝ আকাশে দুর্ঘটনা ঘটে। এরপর বিমানটি কেন মাটিতে ভেঙে পড়ল, সেই বিষয়ে তদন্ত করে দেখা হচ্ছে।