কৌশিকী অমাবস্যায় এবার প্লাস্টিক বর্জন

ভিড় সামলাতে ড্রপ গেট থাকছে। কথিত আছে শুম্ভ-নিশুম্ভের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা মহামায়ার তপস্যা শুরু করেন।

Must read

সংবাদদাতা, রামপুরহাট : কৌশিকী অমাবস্যা পড়ছে ২৬ অগাস্ট ১২টা ২-এ। ছাড়ছে পরের দিন একটার পর। এই উপলক্ষে লক্ষাধিক মানুষ আসেন। তাই হল প্রস্তুতি বৈঠক। ছিলেন উপাধ্যক্ষ আশিস বন্দ্যোপাধ্যায়, জেলাশাসক বিধান রায়, এসপি নগেন্দ্রনাথ ত্রিপাঠী, ধীমান মিত্র, সুকুমার মুখোপাধ্যায়, ত্রিদিব ভট্টাচার্য ও মন্দির কমিটির সদস্যরা।

আরও পড়ুন-থাইল্যান্ডের নাইট ক্লাবে ভয়াবহ আগুন, মৃত ১৩

হোটেল ব্যবসায়ী সমিতির সভাপতি সুনীল গিরিকে দায়িত্ব দেওয়া হয়েছে সমস্ত হোটেলের ডেস্ক বানাতে। যা থেকে পুণ্যার্থীরা জানতে পারবেন, কোন হোটেলে ঘর ফাঁকা। অটো, টোটোর ভাড়ার তালিকা টাঙানো থাকবে। এবার পুরো কৌশিকী অমাবস্যা হবে প্লাসটিকবর্জিত।

মুখ্যমন্ত্রী বীরভূমের ধর্মীয় পর্যটন ক্ষেত্রগুলির মানোন্নয়নে বাড়তি নজর দিয়েছেন। মনসুবা থেকে তারাপীঠ থাকছে স্ট্রিট লাইট। মন্দিরচত্বরে সিসিটিভি ক্যামেরা, আকাশে উড়বে ড্রোন ক্যামেরা। ভিড় সামলাতে ড্রপ গেট থাকছে। কথিত আছে শুম্ভ-নিশুম্ভের অত্যাচারে অতিষ্ঠ হয়ে দেবতারা মহামায়ার তপস্যা শুরু করেন।

Latest article