সংবাদদাতা, দেগঙ্গা : বিজেপি এবং আইএসএফ ধর্মীয় মেরুকরণের মধ্যে দিয়ে বাংলাকে অশান্ত করে রাজ্যে সাম্প্রদায়িক দাঙ্গা লাগানোর চেষ্টা করছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও যু্বনেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় সম্প্রীতি অটুট রাখার পাশাপাশি সাম্প্রতিক শক্তিকে বিনাশ করার ডাক দিয়ে বৃহস্পতিবার দেগঙ্গা ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে ও দেগঙ্গা ব্লক সংখ্যালঘু সেল এবং তৃণমূল ছাত্র পরিষদের সহযোগিতায় উত্তর ২৪ পরগনার দেগঙ্গায় হল বিশাল বিক্ষোভ মিছিল ও সভা।
আরও পড়ুন-কোটি টাকায় তৈরি গৃহহীনদের আবাস
চন্দ্রকেতু শহিদুল্লা স্মৃতি মহাবিদ্যালয় থেকে গড়ের মুখ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পরিক্রমা করে মিছিল। ১৪ থেকে ১৫ হাজার মানুষ মিছিলে পা মেলান। মিছিল শেষে জনজোয়ারে পরিপূর্ণ গড়ের মুখে সভা করেন দলের নেতারা। উপস্থিত ছিলেন তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি তৃণাঙ্কুর ভট্টাচার্য, যুব তৃণমূলের রাজ্য সম্পাদিকা প্রিয়দর্শিনী ঘোষ, মুখপাত্র সুপ্রিম চন্দ, ব্লক সভাপতি আনিসুর রহমান বিদেশ প্রমুখ নেতৃত্ব।