তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষের পাঠানো সারদা কর্তা সুদীপ্ত সেনের চিঠি নিয়ে অবশেষে সাড়া দিল প্রধানমন্ত্রীর দফতর। শুক্রবার প্রধানমন্ত্রীর দফতর থেকে পাঠানো চিঠিতে জানানো হয়েছে, ওই চিঠির ভিত্তিতে সংশ্লিষ্ট মন্ত্রককে পুরো বিষয় খতিয়ে দেখতে বলা হয়েছে।
প্রসঙ্গত সুদীপ্ত সেন নিজের চিঠিতে মুকুল রায়, শুভেন্দু অধিকারী সহ বেশ কয়েকজন নেতার নাম জানিয়েছিলেন, যারা তাঁর কাছ থেকে টাকা নিয়েছিলেন।
আরও পড়ুন-সরকারি কাজে বাধা, কুণাল ঘোষকে নোটিস খোয়াই থানার
সারদা কর্তার লেখা সেই চিঠির ভিত্তিতে প্রধানমন্ত্রীর দফতরের কাছে তদন্ত দাবি করেছিলেন তৃণমূলের রাজ্য সম্পাদক কুণাল ঘোষ। তিনি চিঠিও দিয়েছিলেন। কিন্তু সেই চিঠির উত্তর দেয়নি কেউ। অবশেষে প্রধানমন্ত্রীর দফতর থেকে সাড়া পাওয়া গিয়েছে। এই প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, ‘সারদা কর্তা সুদীপ্ত সেন আদালতকে একটি লিখিত চিঠি দিয়েছেন। তাতে ২০১৩ সালে তাঁর ওপর কী চাপ ছিল, তাঁকে দিয়ে আগের বয়ানগুলি কীভাবে দেওয়ানো হয়েছিল ও প্রকৃতভাবে এই সারদা কাণ্ডে কে কে জড়িত, সেই সমস্ত কিছু বলা হয়েছে। সিবিআই এক্ষেত্রে তাদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। যাদের নাম সেখানে বলা হয়েছে, তার মধ্যে অন্যতম ছিলেন শুভেন্দু অধিকারী।’
আরও পড়ুন-বাংলার অর্থনৈতিক কাঠামোকে দরাজ সার্টিফিকেট এবার রিজার্ভ ব্যাঙ্কের
এদিন টুইট করে কুণাল ঘোষ বলেন, ‘কোর্টে সারদাকর্তা সুদীপ্ত সেনের চিঠিতে শুভেন্দু নিয়ে সবিস্তার অভিযোগ আছে। সঙ্গে আরও বিষয়। PM ও HM কে চিঠির Certified copyসহ লিখেছিলাম কেন এর তদন্ত হবে না? শুভেন্দুকে বন্দি করে জেরা করা উচিত।
অমিত শাহ জানিয়েছেন তিনি পেয়েছেন।
PMO জানাল সেটি সংশ্লিষ্টস্থানে পাঠিয়েছে।
দেখা যাক’
কোর্টে সারদাকর্তা সুদীপ্ত সেনের চিঠিতে শুভেন্দু নিয়ে সবিস্তার অভিযোগ আছে। সঙ্গে আরও বিষয়। PM ও HM কে চিঠির Certified copyসহ লিখেছিলাম কেন এর তদন্ত হবে না? শুভেন্দুকে বন্দি করে জেরা করা উচিত।
অমিত শাহ জানিয়েছেন তিনি পেয়েছেন।
PMO জানাল সেটি সংশ্লিষ্টস্থানে পাঠিয়েছে।
দেখা যাক pic.twitter.com/jHrWMfzHgM— Kunal Ghosh (@KunalGhoshAgain) September 18, 2021