সরকারি কাজে বাধা, কুণাল ঘোষকে নোটিস খোয়াই থানার

Must read

কুণাল ঘোষকে এবার তলব করল ত্রিপুরার খোয়াই থানার পুলিশ। গত ৭ অগস্ট তৃণমূল কংগ্রেসের ধৃত তিন যুব নেতা সহ বেশ কয়েকজনকে ছাড়িয়ে আনতে থানায় গিয়েছিলেন দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গেই সেখানে উপস্থিত ছিলেন ব্রাত্য বসু, দোলা সেন, কুণাল ঘোষ।

আরও পড়ুন-বাংলার অর্থনৈতিক কাঠামোকে দরাজ সার্টিফিকেট এবার রিজার্ভ ব্যাঙ্কের

কেন যুব নেতাদের গ্রেফতার করল পুলিশ? এই প্রশ্নে অভিষেক সহ তৃণমূল নেতৃত্বের সঙ্গে সেদিন বচসা হয় পুলিশের। সেই ঘটনার প্রেক্ষিতেই ত্রিপুরা পুলিশ রাজ্যের সাধারণ সম্পাদক কুণাল ঘোষকে জিজ্ঞাসাবাদ করতে ডেকে পাঠিয়েছে। নোটিসে উল্লেখ করা হয়েছে, আগামী ১০ দিনের মধ্যে কুণাল ঘোষকে পুলিশের সঙ্গে দেখা করতে হবে।

প্রসঙ্গত দেবাংশু ভট্টাচার্য, জয়া দত্ত, সুদীপ রাহা সহ তৃণমূলের যুবনেতাদের গ্রেফতারিকে কেন্দ্র করে উত্তপ্ত হয়েছিল ত্রিপুরা। তাঁদের মুক্তির দাবিতে খোয়াই থানায় পৌঁছে গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ব্রাত্য বসু, কুণাল ঘোষ, দোলা সেন। কেন যুব তৃণমূলের নেতাদের গ্রেফতার করা হল এই নিয়ে বাকবিতন্ডা হয়। পুলিশের থেকে এর সদুত্তর না পেয়ে প্রতিবাদে খোয়াই থানায় অবস্থানে বসেছিলেন অভিষেক-সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসনেতা-নেত্রীরা। পরে, ধৃতদের জামিন মঞ্জুর হলে ত্রিপুরা থেকে ফেরেন অভিষেক।

আরও পড়ুন-আজ থেকে নেত্রীর সমর্থনে প্রচার ও জনসংযোগ অভিষেকের

সরকারি কাজে বাধা দেওয়াকে সামনে রেখে ত্রিপুরা পুলিশ এগিয়েছে। অভিষেক বন্দ্যোপাধ্যায়-সহ মোট ছয় জন তৃণমূল নেতৃত্বের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছে। তার ভিত্তিতেই এবার টুইটারে মুখ খুললেন কুণাল ঘোষ। তিনি লিখেছেন, ‘খোয়াই পিএস, ত্রিপুরা থেকে নোটিশ পেয়েছি। সব অভিযোগ ভিত্তিহীন। ওরা আমাদের হেনস্থার চেষ্টা করছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় ও আমাদের ৫ জনের বিরুদ্ধে ওসি স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করেছিলেন। আমি নোটিস মেনে চলব। আইনি লড়াই চলবে। জিজ্ঞাসাবাদের সময় ভিডিও রেকর্ডিংয়ের আবেদন জানাব আইও-কে।’

Latest article