‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
মাঝরাতে
নিঝুম রাতের মধ্য লগনে
সমুদ্র স্তব্ধ নিস্তব্ধ লগনে
ঘুমিয়ে পড়েছে সবাই
সমুদ্র হয়েছে ক্লান্ত
তর্জনে গর্জনে সারাদিন
অনেক পরিশ্রমে পরিশ্রান্ত।
সমুদ্রও তাহলে ঘুমোয়
তোমার কি এখন মাঝরাত?
মাঝে মাঝে অবশ্য একটা
শব্দ ভেসে আসছে
আর মনে করিয়ে দিচ্ছে তোমাকে
তুমিই সভ্যতার দিন রাত।
আর তুমি প্রকৃতির চিন্তন
তোমারও তো প্রাণ আছে
তুমি পৃথিবীকে নিঃশ্বাস দেবে
তুমি সভ্যতাকে বিশ্বাস দেবে
আর নিজের মুক্তির নিঃশ্বাস নেবে না?
এ তো হতে পারে না
তাই বিশ্রাম নাও।
সমুদ্র সুন্দরী
ভালো থেকো
সুস্থ থেকো
থেকো শান্ত।
তুমিই মাতা, তুমিই কন্যা।
তুমি আমাদের প্রেরণা।