মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর দীর্ঘ রাজনৈতিক জীবনের প্রতিটি পর্বেই আপন অভিজ্ঞতা ও সংবেদনের স্বাক্ষর রেখে গিয়েছেন তাঁর নানা রচনায়। কখনও গদ্যে এবং কখনও কবিতায়, সেই স্বাক্ষর হয়ে উঠেছে সমসময়ের ঐতিহাসিক দলিল, অনুসারীদের জন্য গুরুত্বপূর্ণ পথ-নির্দেশ। আবার বৃহত্তর পাঠকসমাজের কাছে এই রচনাবলির সাহিত্য মূল্যও অনন্য। কোনও যুগ-নির্ণায়ক ব্যক্তিত্ব যখন সামাজিক সৃজনের সঙ্গে কাব্যিক সৃজনকে সংযুক্ত করেন, তখন সেই প্রয়াস বিশিষ্ট উচ্চতা পায়, অভূতপূর্ব মাত্রা অর্জন করে।
আরও পড়ুন-বিজেপির আদিবাসী প্রেম, গোপন কথাটি রবে না গোপনে…
‘জাগোবাংলা’য় শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’। মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা,
তা-ই আমাদের দিনের কবিতা।
সোনার বাংলা
আমি ভালোবাসি বাংলার মাটি,
এ মাটি পবিত্র, এ মাটি সোনার মাটি।
এই মাটিতেই জন্ম নিল রবীন্দ্র-নজরুল,
একই বৃন্তে দুটো পুষ্প, আলোকময় যে ফুল।
এই বাংলায় জন্ম হল প্রকৃত সভ্যতার,
নবজাগরণে জাগ্রত হল নূতন সংস্কার।
সভ্যতার এই পীঠস্থানে আমরা জ্বালাব দীপ,
নূতন করে বাংলায় জ্বলুক সভ্যতার প্রদীপ।
মায়ের মঙ্গলশঙ্খ বাজুক বাংলার ঘরে ঘরে,
নূতন প্রজন্ম হাল ধরো আজ ভারতের দরবারে।
এই মাটিতেই গড়ব মোরা উন্নয়নের ঘাঁটি,
আমাদের এই বাংলা হোক সোনার চেয়েও খাঁটি।