সলিল শতবর্ষে বছরভর অনুষ্ঠান

মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে। সঙ্গে আছেন বাংলার বহু প্রতিষ্ঠিত ও নবীন সংগীতশিল্পী এবং সংগীতকারেরা

Must read

প্রতিবেদন : দেশের অনন্য সংগীতস্রষ্টা সুরকার, গীতিকার সলিল চৌধুরির জন্মশতবর্ষ পূর্তি ২০২৫-এর নভেম্বরে। এই উপলক্ষে আগামী বছর থেকেই শুরু হতে চলেছে বছরভর বরেণ্য কবি ও সংগীতকারের শতবর্ষ পালনে নানাবিধ কর্মসূচি। মূল উদ্যোক্তা সলিল চৌধুরি ফাউন্ডেশন অফ মিউজিক।

আরও পড়ুন-কেন্দ্রীয় বিজেপি মন্ত্রীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

১৯২৫ সালের ১৯ নভেম্বর দক্ষিণ ২৪ পরগনায় জন্ম নক্ষত্রপ্রতিম এই কবি, গীতিকার ও সুরস্রষ্টার। কাজের মাধ্যমেই এক সময় গোটা দেশ একডাকে চিনত বাংলার এই তারকা সুরকারকে। তাই শুধু কলকাতা নয়, দেশের অন্য নামী শহরগুলিতেও নেওয়া হবে শতবর্ষ পালনে বড়সড় উদ্যোগ। জানালেন সলিল-কন্যা নামী সংগীতশিল্পী অন্তরা চৌধুরি। মঙ্গলবার কলকাতা প্রেস ক্লাবে আয়োজিত এক সাংবাদিক বৈঠকে। সঙ্গে আছেন বাংলার বহু প্রতিষ্ঠিত ও নবীন সংগীতশিল্পী এবং সংগীতকারেরা। প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে। বাংলা ছাড়াও হিন্দি ও মালয়ালম-সহ মোট ১৩টি ভাষায় সিনেমার নেপথ্য সুর রচনা করে এ দেশের অন্যতম সুরস্রষ্টার সম্মান লাভ করেন প্রয়াত এই সুরকার।

Latest article