‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-মরক্কোয় মৃতের সংখ্যা বেড়ে ২০০০, বাড়তে পারে সংখ্যা
বৈচিত্র্য
মেঘের ভেতরে মেঘ ঘিরে আছে
নামটা তার মেঘালয়৷
পাহাড়ে পাহাড়ে পাহাড় গড়েছে,
নামটা তার হিমালয়।
সূর্যোদয়ের প্রথম অরুণোদয়
নামটা তার অরুণাচল,
প্রাকৃতিক সৌন্দর্যের প্রকৃত ভূমি
নাম তার বনাঞ্চল।
রাজস্থানে আছে মরুভূমি
এটাই মোদের জন্মভূমি,
বরফে ঢাকা কুলু মানালি
এটা মোদের ভ্রমণ ভূমি।
পাঞ্জাবেতে সবুজ বিপ্লব
আর গুজরাটেতে খাদি,
মহারাষ্ট্র আর সৌরাষ্ট্র
শুনছি জন্ম অবধি।
মায়াপুর আর মণিপুরে
সেতুবন্ধন হয়,
পূর্ব ভারতের ভাষা বন্ধন
উত্তর-পূর্ব ভারতের জয়।
বাংলায় দেখেছি মোরা
নবজাগরণের আলো,
দেশমাতৃকাকে ভালোবাসলে
দেশটাকে জানা ভালো।