‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-প্রয়াত ‘অমর আকবর অ্যান্টনির’ চিত্রনাট্যকার প্রয়াগ রাজ
সাজঘর
প্রকৃতি সাজায়
নিজের মতো করে নিজেকে।
রাস্তা দিয়ে আসছিলাম
দেখলাম পলাশে লালে লাল
ফুলের আগুন
আর রাধা ও কৃষ্ণচূড়ায়
হলুদ/লালের ফুলাভা।
দেখলাম আকাশে
‘সূর্য’ ঘেরাও।
ঘিরেছে রামধনুর বেণুচুড়া
বিচিত্র বার্তাহার আকাশে
দেখিনি কখনো,
শুনিওনি।
এত সব প্রকৃতির চিত্তহার
চিন্তাকর্ষ ও বৃত্তাবর্ষ।
বিচিত্র-বিচিত্রা
সম্ভার-সুকর্ষ।
সতীর্থ সুষ্ণতা।
সম্ভাষণ-চিত্রিতা
সাজানো সাজিতে
নিজেই সাজে
সাজের ডালিতে
অপরূপ-অপরূপ
প্রকৃতির সাজঘরে।