প্রয়াত ‘অমর আকবর অ্যান্টনির’ চিত্রনাট্যকার প্রয়াগ রাজ

উল্লেখ্য, কিছুদিন আগেই এই বর্ষীয়ান চিত্রনাট্যকারের এক ছেলে প্রয়াত হয়েছেন, তারপরই তিনি চলে গেলেন। বর্তমানে তাঁর আরও একটি ছেলে এবং তাঁর পরিবার রয়েছে

Must read

শনিবার, ২৩ সেপ্টেম্বর স্তব্ধ হয়ে গেল প্রয়াগ রাজ শর্মার (Prayag Raj Sharma) কলম এবং কণ্ঠ। এদিন বিকেল ৪টে নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। এলাহাবাদের বাসিন্দা মুম্বইতে নিজের কেরিয়ার গড়ে তোলেন। প্রাথমিক ভাবে তিনি থিয়েটারের সঙ্গে যুক্ত ছিলেন। পরে যদিও গ্লোবাল সিনেমার ক্ষেত্রে নিজের কলম দিয়ে ইতিহাস রচনা করেছেন। তিনি বলিউডের কাপুর পরিবারের প্রায় সকলের সঙ্গেই কাজ করেছেন। রাজেশ খান্না, অমিতাভ বচ্চন, ধর্মেন্দ্রর মতো অভিনেতারাও তাঁর সাথে কাজ করেছেন। অমর আকবর অ্যান্টনি, ধরম বীর, সুহাগ, দেশ প্রেমী, কুলি, ইত্যাদি ছবির চিত্রনাট্য লিখেছেন তিনি। গ্রেফতার ছবিতে তাঁর জন্যই অমিতাভ বচ্চন, রজনীকান্ত এবং কমল হাসান একসঙ্গে অভিনয় করেছিলেন। গ্রেফতার ছবিটি তাঁরই পরিচালনা করা। এছাড়াও গেয়র কানুনি ছবিটির পরিচালক ছিলেন তিনি।

আরও পড়ুন-বারাণসীতে মোদীর কনভয়ের সামনে ঝাঁপ দিলেন চাকরিপ্রার্থী

‘চাহে কই মুঝে জঙ্গলি কহে’ বা অমিতাভ বচ্চনের কুলি ছবির আল্লা রাখা গানটির জনপ্রিয় গায়ক ছিলেন প্রয়াগ রাজ শর্মা। তিনি শুধুমাত্র গায়ক ছিলেন না, তিনি চিত্রনাট্যকার ছিলেন, সংলাপ লিখতেন, এমনকি বেশ কিছু ছবিও পরিচালনা করেছেন। ২৪ সেপ্টেম্বর, রবিবার সকাল দশটায় শিবাজী পার্ক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৮।

আরও পড়ুন-‘আপনার সময় আসবে’ বিদেশ সফর নিয়ে এক্সে বিরোধী দলনেতাকে নিশানা কুণাল ঘোষের

উল্লেখ্য, কিছুদিন আগেই এই বর্ষীয়ান চিত্রনাট্যকারের এক ছেলে প্রয়াত হয়েছেন, তারপরই তিনি চলে গেলেন। বর্তমানে তাঁর আরও একটি ছেলে এবং তাঁর পরিবার রয়েছে।

Latest article