বারাণসীতে মোদীর কনভয়ের সামনে ঝাঁপ দিলেন চাকরিপ্রার্থী

শনিবার উত্তর প্রদেশের বারাণসীতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তা বেষ্টনী ভেঙে তাঁর কনভয়ের সামনে চলে আসেন এক যুবক।

Must read

শনিবার বারাণসীতে (Varanasi) রুদ্রাক্ষ সেন্টারের কাছে হঠাৎ করেই চাকরি চেয়ে এক ব্যক্তি প্রধানমন্ত্রীর কনভয়ের সামনে চলে আসে। বারাণসীর কর্মসূচি সেরে দিল্লি ফেরার জন্য লাল বাহাদুর শাস্ত্রী বিমানবন্দরের দিকে যাচ্ছিল নরেন্দ্র মোদীর কনভয়। হঠাৎ এই কাণ্ডে তাঁর নিরাপত্তা বিঘ্নিত হয়। শোরগোল পড়ে যায় এলাকা জুড়ে।

আরও পড়ুন-‘আপনার সময় আসবে’ বিদেশ সফর নিয়ে এক্সে বিরোধী দলনেতাকে নিশানা কুণাল ঘোষের

শনিবার উত্তর প্রদেশের বারাণসীতে গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নিরাপত্তা বেষ্টনী ভেঙে তাঁর কনভয়ের সামনে চলে আসেন এক যুবক। মোদীর নিরাপত্তা লঙ্ঘনের দায়ে ওই যুবককে গ্রেফতার করা হয়েছে।

উত্তরপ্রদেশের বারাণসী প্রধানমন্ত্রীর নির্বাচনী কেন্দ্র। সেখানেই ভোটে জিতে সাংসদ হয়েছেন তিনি। শনিবার বারাণসীতে এক জনসভায় গিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার সন্ধ্যায় বারাণসীর রুদ্রাক্ষ কেন্দ্রের বাইরে যখন মোদীর কনভয় লালবাহাদুর শাস্ত্রী বিমানবন্দরে দিকে যাচ্ছিল হঠাৎ কনভয়ের সামনে এভাবে একজনের ঝাঁপিয়ে পড়ায় হতবাক হন সকলে। নিরাপত্তারক্ষীরা অভিযুক্তকে সঙ্গে সঙ্গেই আটক করে। তুলে দেওয়া হয় পুলিশের হাতে।

আরও পড়ুন-পাসপোর্ট দেখিয়ে বিরোধী দলনেতার দাবিকে এক্সে কটাক্ষ দেবাংশুর

পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত যুবকের নাম কৃষ্ণ কুমার। তিনি একজন বিজেপি কর্মী। উত্তরপ্রদেশের গাজিপুরের বাসিন্দা ওই যুবক প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করতে বারাণসীতে এসেছিলেন। ওই বিজেপি কর্মী নিরাপত্তার ফাঁক পেয়ে কনভয় থেকে মাত্র ২০ মিটারের দূরত্ব দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর কাছে চাকরির আর্জি জানান ।

Latest article