‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-ক্রমশ নিঃসঙ্গ হচ্ছে বিজেপি, এবার এনডিএ ছাড়ল এআইএডিএমকে
পেয়াদা
এতদিন কি ঘুমিয়েছিলে?
না, চোখের তারায় ছিল
কিচির-মিচির?
হঠাৎ করে বড় পেয়াদা?
পেঁয়াজের ঝালে চোখমুখ লাল
ইকিড়-মিকিড়!
সব দেখেও নড়োনি-চড়োনি
গায়ে চেপেছিল কুম্ভকর্ণ ঘুম
হঠাৎ ধড়-ফড়?
বছরের পর বছর অনাচার
দুর্যোধন দুঃশাসনে জেরবার
শব্দ স্তব্ধ বহর!
আজ যখন ফিরছে প্রাণ
মানুষ পেয়েছে মুক্তি প্রাণ
তখন তোমার ঈর্ষা?
যেন তাঁবেদারির বড় তাবর জব্বর
কট্টর-টক্কর দুষ্টু কারিগর
পরের ধনে ফর্সা।
দুদিনের সব অধিকার ফলানো
ভয়াতঙ্কে মানুষকে দেখানো
লাভের ভাটিখানা শূন্য।
যতই করো সব ক্রীতদাসত্ব
নেইকো তোমার কোনো নবত্ব!
তুমি ‘অশ্বডিম্ব’ নগণ্য ।