দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-প্রকাশ্য দিবালোকে কুলচা দোকানের মালিককে গুলি করে হত্যা

ইচ্ছে কথা

কথার ফুলঝুরি।
ফুলকো লুচির মতো
না খেলেই যেন ঠকবে।
খেলে যে হজম পাচক
হৃদমাঝারে রাখতে হবে
তার বোধোদয় আছে কি?
যা ইচ্ছে—ইচ্ছে কথা
বলে যাচ্ছে,
বকম বকম
বকবকানির চর্চা চলছে
খাওয়া দাওয়া পরিপূর্ণ।
চা থেকে পকোড়া!
কচুপানা থেকে কচুরি-জিলিপি
বাকি কোথাও নেই।
বাকি শুধু কর্ম-ধর্ম পালন করতে।
রাজধর্ম এখন নাকি
ক্ষমতার রাজধর্ম।
বড্ড ভারী।
শরীর দেখা যায় না,
চোখও ঢাকা
কালো কালি চশমায়।
কানে কর্ণগোচরে গ্লুকোমা
স্পর্শ করে না বিবেক,
মুখ বদল, বাদামী রঙে
একেবারে লোভনীয় বরফক্রিম।
কথা বলে যাও
উত্তর চেও না,
কৈফিয়ত চেও না।
জানতে চেও না,
আমি সর্বজ্ঞ!
সর্বজ্ঞকে
আলমারিতে যত্ন করে রেখে দাও।
খুলো না!
কথা বলবে, বকবে, বিশ্রাম দাও।

Latest article