মণ্ডপের গর্ত বোজানোর নির্দেশ পুরসভার

দুর্গাপুজো শেষে শুরু হয়েছে মণ্ডপ খোলার কাজ। এই সময়ে ডেঙ্গি নিয়ন্ত্রণে আরও বেশি সতর্কতা অবলম্বন করল দক্ষিণ দমদম পুরসভা।

Must read

প্রতিবেদন : দুর্গাপুজো শেষে শুরু হয়েছে মণ্ডপ খোলার কাজ। এই সময়ে ডেঙ্গি নিয়ন্ত্রণে আরও বেশি সতর্কতা অবলম্বন করল দক্ষিণ দমদম পুরসভা। পুরসভার তরফে পুজোকর্তাদের নির্দেশ দেওয়া হল, মণ্ডপ তৈরির জন্য রাস্তায় বা মাটিতে করা গর্ত অবিলম্বে বুজিয়ে দিতে হবে। এবছর দক্ষিণ দমদমে ডেঙ্গি পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি।

আরও পড়ুন-শ্রীলঙ্কার জলসীমানায় ৩৭ ভারতীয় জেলেকে আটক, বাজেয়াপ্ত নৌকা

তবে আক্রান্তের সংখ্যা একটু কমেছে। তাই কড়া অবস্থান নিল পুর প্রশাসন। পুজোর আগেই উদ্যোক্তাদের নির্দেশ দেওয়া হয়েছিল মণ্ডপ ও এলাকা পরিষ্কার ও পরিচ্ছন্ন রাখতে। পুরকর্মীদের নির্দেশ দেওয়া হয় পুজোর দিনগুলিতেও আবর্জনা সাফাই করতে হবে, মশার ওষুধ স্প্রে এবং ব্লিচিং ছড়ানোর কাজও চালিয়ে যেতে হবে। এবার পুর প্রশাসনের তরফে সাফ জানিয়ে দেওয়া হল, মণ্ডপ খোলার পর গর্ত বুজিয়ে দিতে হবে। মণ্ডপ খোলার পর গর্তগুলি বুজিয়ে না দিলে জল জমে সমস্যা বাড়ে। এবার তা নিয়ে কড়া মনোভাব নেওয়া হয়েছে।

আরও পড়ুন-গাজায় মৃতের সংখ্যা ৮ হাজার অতিক্রম করল, অধিকাংশ শিশু

প্রয়োজনে কড়া পদক্ষেপ করা হবে বলেও জানিয়েছে পুর কর্তৃপক্ষ। দক্ষিণ দমদমের মতো দমদম পুর এলাকাতেও পুজোর মধ্যে ডেঙ্গিতে আক্রান্ত হয়েছেন মানুষ। দুই পুরসভাই পুজোয় বিশেষ নজরদারি এবং পরিচ্ছন্নতার কর্মসূচি নিয়েছে। পুজোর আয়োজকরাও তাতে অংশ নেন। প্রতিদিন মণ্ডপ সংলগ্ন এলাকা থেকে শুরু করে প্রতিটি ওয়ার্ডে মশা নিয়ন্ত্রণ এবং পরিচ্ছন্নতার কাজ করা হয়েছে।

Latest article