‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
চাঁদির মালা
অন্যায় করেও অবিচার করে
পেয়ে যাবে একেবারে রেহাই
যদি থাকে তোমার চাঁদির মালা
তবে টিভি চ্যানেল কিনে নাও৷৷
সংবাদমাধ্যম আগে ছিলো নিরপেক্ষ
এখন যে অর্থ ঢালবে সে দক্ষ
বিজ্ঞাপনের অর্থে ব্যবসা চলবে
দানবদলনে মানুষ দলিত হবে৷৷
নিরপেক্ষতার ভাষণ অলীক স্বপ্ন
সাজিয়ে গুজিয়ে চ্যানেল পণ্য
নিজেদের তৈরি সংবাদে নিজেরা ধন্য
পাপী দালালরা আজ গণ্য।।
সব দিয়ে দাও বিশ্বায়ন হবে
মা-বোনেরা ধুলো খাবে
বিশ্ব ধনীরা আরও ধনী হবে
অন্যরা অচ্ছুৎ গড়াগড়ি খাবে।।
এ কেমন সমাজের গণদর্পণ
এ কেমন বিশ্বের চেতনা
মানুষ মারার নাম বিশ্বায়ন
এ তো জানা ছিলো না৷৷