‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-বাজল মেলার ঘণ্টা
সংগ্রাম
সংগ্রাম! জানি না কাকে বলে
সংগ্রামের মূল বার্তা কী?
চিরদিন শুধু ‘সংগ্রাম’ কথাটি থাকবে কি হৃদয় মাঝে?
সংগ্রামই যদি সাফল্য হয়
ব্যর্থতা তবে কী?
একের পর এক শুধুই আঘাত
অপমান শুধু বুকে বাজে।
সংগ্রাম, তুমি কী?
তোমার সংজ্ঞা কী?
বলে দাও, শুধু পথ চেয়ে থাকি
তোমার হৃদয় মাঝে
সংগ্রাম! তুমি সংগ্রাম যদি হও
বলে দাও তবে কত সংগ্রাম
দেখতে তুমি চাও
আমার সংগ্রামের মাঝে?
সংগ্রাম! তুমি লড়াই করো না
হেরে যাবে একদিন, যতই কঠিন হোক
তোমার সাফল্য আমার হাতে
তুমি সাজবে নূতন সাজে।