‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরোও পড়ুন-মাঠে সাহাল, খেলা নিয়ে এখনও সংশয়, এশিয়ান কাপে কাল সামনে উজবেকিস্তান
আবার হবে দেখা
আবার আসিব ফিরে
ভুটান পাহাড় ঘিরে,
ভালোবাসার পথ ধরে
পর্বতের শিখর জুড়ে
আমাদের হৃদয় ভরে।
আমার ভালোবাসার স্বর্গ।
রেখে দিলাম স্মৃতির ভোরে
স্বপ্নসূর্য সবুজ প্রান্তরে,
স্বপ্নসাথির সার্থকতায়
দোলায় দোলায় ছায়া মায়ায়
শান্তধারার শান্তির ছোঁয়ায়
বন্ধুত্বের নদীর ধারায়।
চিনলাম তোমায়,
দেখলাম তোমায়,
স্পর্শ করলাম
দোলা দিলাম
ভালো বাসলাম,
তুমিও বাসলে।
ধন্য তোমাদের আতিথেয়তা
পূর্ণ তোমাদের মহাত্মতা
সাথি তোমাদের একাগ্রতা
রূপের পাহাড় রূপবারতা
সবুজে সুফলে জীবনযাত্রা।
আবার হবে দেখা
হবে অনেক শেখা,
হাঁটব রাস্তা ধরে
ভুটান জানব নূতন করে।