২০ জানুয়ারি থেকে শুরু বুথে বুথে সমাধান

নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, আগামী ২০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি পোলিং স্টেশনে এই নতুন কর্মসূচি চলবে।

Must read

প্রতিবেদন : দুয়ারে সরকারের পর রাজ্যে নতুন কর্মসূচির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সাংবাদিক বৈঠকে তিনি বলেন, সরকারি বিভিন্ন পরিষেবা রাজ্যবাসীর পৌঁছে দেওয়ার জন্য দুয়ারে সরকার কর্মসূচি চালাচ্ছে রাজ্য সরকার। এই কর্মসূচি ইতিমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। আরও নাগালের মধ্যে সরকারি পরিষেবা পৌঁছে দিতে নতুন কর্মসূচির নাম দেওয়া হয়েছে ‘জনসংযোগ কর্মসূচি’। দুয়ারে সরকারের ক্যাম্পে গিয়েও যাঁদের কাজ হয়নি, তাঁদের জন্য এই বিশেষ পরিষেবা দেবে রাজ্য সরকার। রাজ্যবাসী এবার নিজেদের সমস্যা বা অভিযোগের কথা জানাতে পারবেন এই জনসংযোগ কর্মসূচির ক্যাম্পে।

আরোও পড়ুন-দিনের কবিতা

নবান্ন থেকে মুখ্যমন্ত্রী ঘোষণা করলেন, আগামী ২০ জানুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি পোলিং স্টেশনে এই নতুন কর্মসূচি চলবে। প্রতিটি জায়গায় তিনজন করে সরকারি অফিসার বসবেন। বুথে বুথে সমাধান হবে প্রতিটি সমস্যার। মুখ্যমন্ত্রী বলেন, অনেকে ব্লকে যেতে পারেন না। দুয়ারে সরকারে গিয়েও হয়তো কাজ হয়নি। তাই আমরা আবার পাড়ায় পাড়ায় সমাধানের মতো কর্মসূচি শুরু করছে। তিনি জানান, যদি কারও তফসিলি জাতি ও উপজাতি শংসাপত্র সংক্রান্ত কোনও অভিযোগ থাকে কিংবা যদি কেউ রেশন পাচ্ছেন না বলে অভিযোগ থাকে, সেই সব কথা এই জনসংযোগ কর্মসূচির ক্যাম্পে জানানো যাবে। এছাড়া কৃষক ভাতা বা লক্ষ্মীর ভাণ্ডার নিয়েও জনসংযোগ কর্মসূচিতে নাম লেখানো যাবে।

Latest article