‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-দরিদ্র-মেধাবীদের ১৫০০ কোটির বৃত্তি রাজ্যের
সামনে-পিছনে
সামনে আছি পিছনে আছি
আছি দহনে দানে
থেকেও নেই না থেকে আছি
দারুণ অগ্নিবাণে।
খুঁজে নাও খুঁজে নাও
গোঁজা দিও না মনে
না পেলে পেয়ো না চেও না-চেও না
ধরা দেবো না রণে।
যদি পারো কভু ক্ষমা করো প্রভু
অগ্নিবীণার মাঝারে
সামনে আছি পিছনে আছি
থাকবো তোমার দুয়ারে।