দিনের কবিতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা।

Must read

‘জাগোবাংলা’য় (Jago Banglaa) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-সন্দেশখালি একনজরে, রাজ্য সরকার ও দলের পদক্ষেপ

ধাঁধা

কেউ যখন কিছু করতে না চায়
তাদের জন্য নেই কোনো বাধা
আর যারা কিছু করে দেখাতে চায়
জীবনটা তাদের নিকট এক গোলকধাঁধা।

ধাঁধা যখন তৈরি হয়
উত্তরটা তার জানা থাকে
বাঁধার উত্তর যার জানা নেই
সে পড়ে কিন্তু গভীর পাঁকে

ধাঁধার মাঝে প্রস্ফুটিত হয় নিত্য নূতন তথ্য
এরই মাঝে ঘুরে বেড়ায় অনেক প্রকৃত সত্য

বোঝবার যার ক্ষমতা নেই
পালানোর পথ সে খুঁজে বেড়ায়
কিন্তু জানে না যম আছে পিছে
কোথাও গিয়ে পাবে না রেহাই।

প্রশ্নের উত্তর যার জানা নেই,
সে শুধু পায় ব্যথা আর লাঞ্ছনা
সারা জীবন ধরে হৃদয়মাঝারে
জ্বলে শুধু তার মানসিক যন্ত্রণা।

বঞ্চনা-প্রবঞ্চনা-লাঞ্ছনা-গঞ্জনা
সবারই আছে জীবন যন্ত্রণা
কারো দুঃখ কাউকে ভাবায় না
ধাঁধা শুধু খোঁজে অলীক কল্পনা।

Latest article