‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-অভিজিতের কুৎসার কড়া জবাব তৃণমূল কংগ্রেসের
দুঃসময়ের আগমন
বিপদের পূর্বাভাস
বহন করে আনার পূর্বে
আকাশের মেঘ দেখো কালো অন্ধকারে
ছেয়ে গেয়ে
শুনতে পাচ্ছি ঝড়ের তাণ্ডব
আকাশে মেঘের গর্জন
কী ভীষণ বর্ষিবে বিপদের বারিধারা
শোনো ওই তাণ্ডব নৃত্য
অধীর করে তুলেছে আকাশ বাতাস
অধীর করেছে আমার মন
অজানা আশঙ্কায় বুক কাঁপছে থরথর
জানি না কী বার্তা আনিল ওই বাতাসের বেগ
বহন করে
হাসির অথবা কান্না।
না অঝোর আশীর্বাদ নয়
তবে হয়তো কালো মেঘের ভয়ংকর
দৃশ্য দেখা যেত না
এ বার্তা হাসির নয়, এ বার্তা কান্নার
এ বার্তা দিয়েছে মোর হৃদয়কে ভেঙে চুরমার করে
জানি না এর ফল কীভাবে বর্ষিবে
মোর জীবনে
কিন্তু না বিশ্বাস মোর টুটবে না
আশা মোর ভাঙবে না
সত্যের জয় হবেই।।