জেমাইমাদের দাপুটে জয়

জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রানের বেশি তুলতে পারেনি মুম্বই। এই জয়ের সুবাদে ৫ ম্যাচে দিল্লির পয়েন্ট ৮।

Must read

নয়াদিল্লি, ৫ মার্চ : মুম্বই ইন্ডিয়ান্সকে ২৯ রানে হারিয়ে মেয়েদের আইপিএলের শীর্ষ স্থান ধরে রাখল দিল্লি ক্যাপিটালস। জেমাইমা রডরিগেজ ও মেগ ল্যানিংয়ের জোড়া হাফ সেঞ্চুরির সুবাদে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৪ উইকেটে ১৯২ রান তুলেছিল দিল্লি। জবাবে ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৩ রানের বেশি তুলতে পারেনি মুম্বই। এই জয়ের সুবাদে ৫ ম্যাচে দিল্লির পয়েন্ট ৮। দিল্লির দুই ওপেনার শেফালি ভার্মা ও ল্যানিং শুরুটা করেছিলেন ঝড়ের গতিতে। কিন্তু পঞ্চম ওভারে আউট হয়ে যান শেফালি। তাঁর অবদান ১২ বলে ২৮। এরপর ল্যানিংও ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করার পরেই ৩৮ বলে ৫৩ করে আউট হন। ওই পরিস্থিতিতে দলকে দুশোর কাছাকাছি রানে পৌঁছে দিয়েছিলেন রডরিগেজ। তিনি শেষ পর্যন্ত ৩৩ বলে ৬৯ রান করে নট আউট থেকে যান।

আরও পড়ুন-দিনের কবিতা

জেতার জন্য ১৯৩ রান তাড়া করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে মুম্বই। যস্তিকা ভাটিয়া (৬), নাট শিভার (৫), হরমনপ্রীত কৌররা (৬) ব্যর্থ। টপ অর্ডার ব্যাটারদের মধ্যে কিছুটা লড়লেন হেইলি ম্যাথুজ (১৭ বলে ২৯)। শেষদিকে চালিয়ে খেলে ২৭ বলে ৪২ রান করলেন অমনজোৎ কৌর। এস সাজানা ১৪ বলে ২৪ করে নট আউট থাকলেন। তাতে শুধু হারের ব্যবধান কমেছে। দিল্লির জেস জোনাসেন ৩ উইকেট নেন।

Latest article