ভোটের মুখে ভাঙল বিজেপি, দল ছেড়ে তৃণমূলে দেড়শো

এর মধ্যেই মঙ্গলবার পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুর এলাকার প্রায় দেড়শোজন বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। ফুলবাগান মোড়ে আয়োজিত দলের কর্মিসভায়।

Must read

সংবাদদাতা, পাণ্ডবেশ্বর : লোকসভা ভোটের নির্ঘণ্ট এখনও ঘোষণা হয়নি। তবে ভোটকে কেন্দ্র করে শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক তৎপরতা। চলছে কেন্দ্র বাহিনীর টহল। বিরোধী দলের মধ্যে চলছে তরজা। এর মধ্যেই মঙ্গলবার পাণ্ডবেশ্বরের বৈদ্যনাথপুর এলাকার প্রায় দেড়শোজন বিজেপি ছেড়ে যোগ দিলেন তৃণমূলে। ফুলবাগান মোড়ে আয়োজিত দলের কর্মিসভায়।

আরও পড়ুন-জেমাইমাদের দাপুটে জয়

বক্তা ছিলেন সাংসদ শত্রুঘ্ন সিনহা, জেলা সভাপতি নরেন্দ্রনাথ চক্রবর্তী। অনুষ্ঠানের শেষে যোগদান পর্ব হয়। বিজেপি ছেড়ে আসা কর্মীদের হাতে তৃণমূলের পতাকা তুলে দেন শত্রুঘ্ন। বিজেপি ছেড়ে আসা সঞ্জয় চক্রবর্তী বলেন, বিজেপির সংগঠনে ঘুন ধরেছে। তাই তৃণমূলে এলাম। নরেন্দ্রনাথ চক্রবর্তী বলেন, রাজ্যের মতো পাণ্ডবেশ্বরেও উন্নয়ন হচ্ছে। তাতে শামিল হতেই বিজেপি কর্মীরা তৃণমূলে যোগ দিচ্ছেন। আগামী দিনেও এই ধারা অব্যাহত থাকবে।

Latest article