ভোটের সময় খড়গপুর রেলবস্তি উচ্ছেদ! আন্দোলনের হুঙ্কার মুখ্যমন্ত্রীর

ঘটনাটি শোনামাত্রই প্রচণ্ড ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকেই রেলকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, খড়্গপুরের বেশ কয়েকটি ওয়ার্ড আছে।

Must read

সংবাদদাতা, খড়্গপুর : কয়েকদিন ধরেই অমানবিক রেল কর্তৃপক্ষ খড়্গপুরে নেমেছে বস্তি-উচ্ছেদে। এমনকী জলের লাইন বা বিদ্যুতের সংযোগ কেটে দিয়ে গরিব মানুষগুলোকে চরম দুর্ভোগে ঠেলে দিচ্ছে। লোকসভা নির্বাচনের আগে পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর শহরে রেলের এই অমানবিক কাজের প্রতিবাদে মঙ্গলবার সকালে বাংলো সাইড এলাকায় ডিআরএমের বাংলোর সামনে বিক্ষোভের জন্য প্রস্তুত হচ্ছিলেন সবাই।

আরও পড়ুন-ভোটের মুখে ভাঙল বিজেপি, দল ছেড়ে তৃণমূলে দেড়শো

এই আন্দোলনে ওঁদের পাশে দাঁড়ান তৃণমূল নেতা-কর্মীরা। ক্ষোভ দেখানোর আগেই আরপিএফ তৃণমূল কর্মীদের উপর বলপ্রয়োগ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। অনেকেই এতে অল্পবিস্তর আহত হন। সাধারণ মানুষ ও তৃণমূল নেতা-কর্মীদের হেনস্থা ও মারধরের খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে তুলে ধরেন খড়্গপুরের কাউন্সিলর তথা তৃণমূল নেতা প্রদীপ সরকার। ঘটনাটি শোনামাত্রই প্রচণ্ড ক্ষুব্ধ হন মুখ্যমন্ত্রী। মঞ্চ থেকেই রেলকে চ্যালেঞ্জ জানিয়ে বলেন, খড়্গপুরের বেশ কয়েকটি ওয়ার্ড আছে। যেখানে মানুষজন থাকে। ভোট এলেই তাঁদের হুঁশিয়ারি দেয় রেল। বলে, বিজেপিকে ভোট দাও, নাহলে জল কেটে দেব, বিদ্যুৎ কেটে দেব। আমি খড়্গপুরের নেতৃত্ব ও মানুষজনকে বলব, আপনারা গণ-আন্দোলন গড়ে তুলুন। খড়্গপুরের মানুষজনকে যদি রেল হুঁশিয়ারি দেয়, আমি পাল্টা হুঁশিয়ারি দিচ্ছি, গণ-আন্দোলন গড়ে তুলব।

Latest article