শিক্ষকদের কাজের সময় বেঁধে দিল পর্ষদ

এবার থেকে শিক্ষক-শিক্ষিকাদের প্রতিদিন ৫ ঘণ্টা ৫০ মিনিট বিদ্যালয়ে থাকতেই হবে। এই মর্মেই এবার বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ।

Must read

প্রতিবেদন : এবার থেকে শিক্ষক-শিক্ষিকাদের প্রতিদিন ৫ ঘণ্টা ৫০ মিনিট বিদ্যালয়ে থাকতেই হবে। এই মর্মেই এবার বিজ্ঞপ্তি জারি করেছে মধ্যশিক্ষা পর্ষদ। স্কুলের প্রধান শিক্ষকদের উদ্দেশ্যে দেওয়া এক নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে কতক্ষণ শিক্ষক-শিক্ষিকাদের কাজ করতে হবে। বিজ্ঞপ্তিতে পুরো বছর মাসের হিসেব স্পষ্ট করে দেওয়া হয়েছে। সেখানে জানানো হয়েছে, সোম থেকে শুক্রবার পর্যন্ত ৫ ঘণ্টা করে এবং শনিবার ২ ঘণ্টা ৪০ মিনিট ডিউটি করতেই হবে।

আরও পড়ুন-ভোটের সময় খড়গপুর রেলবস্তি উচ্ছেদ! আন্দোলনের হুঙ্কার মুখ্যমন্ত্রীর

পর্ষদ আগেই জানিয়েছিল নতুন নিয়মে ১০টা ৪০ মিনিটের পর স্কুলে ঢুকলে লাল কালি পড়বে অর্থাৎ ‘লেট’ হিসাবে গণ্য করা হবে। ১১টা ১৫ মিনিটের পর ঢুকলে দিনটিকে ছুটি হিসাবে ধরে নেওয়া হবে। এবারে একেবারে ডিউটির সময় বেঁধে দিল পর্ষদ। অন্যদিকে বিকেল ৪.৩০টের আগে শিক্ষক, অশিক্ষক কর্মী কেউই বেরোতে পারবেন না। যদি জরুরিভিত্তিক কোনও দরকার হয় সেক্ষেত্রে প্রধান শিক্ষকের অনুমতি নিতে হবে।

আরও পড়ুন-ভোটের মুখে ভাঙল বিজেপি, দল ছেড়ে তৃণমূলে দেড়শো

পর্ষদ সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায় জানান, শিক্ষক-শিক্ষিকারা যথাসময়ে কাজ করছেন কি না সেই বিষয়টি প্রধান শিক্ষকদের নজরে রাখতে হবে। কারও এক-দু’দিন দেরি হতে পারে। কিন্তু যদি দেখা যায় কোনও শিক্ষক বা অশিক্ষক কর্মী দিনের পর দিন দেরি করে আসছেন তাহলে সেক্ষেত্রে ডিআইকে রিপোর্ট দেবে স্কুল। এরপর আইন মোতাবেক সংশ্লিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

Latest article