‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the da)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-চুক্তিভঙ্গে কড়া ব্যবস্থা
যাচ্ছো কোথায়?
যাচ্ছো কোথায়? বাজারে!
জাত-ধর্ম? মাজারে!
কেমন খবর? জব্বর-গব্বর।
বড্ড গরম? বকম বকম।
অফিস যাবে না? ছা-পোষা যে!
স্নান করেছো? বরফ পড়েছে।
টিফিন খেয়েছো? গ্যাস পাইনি।
বউমা কোথায়? বউবাজারে।
বাজার কোথায়? শ্যামবাজারে।
এতটা হাঁটবে? হাটে বাজারে।
ফিরবে কখন? লোডশেডিং হলে।
কবে দেখা হবে? অন্তিম কালে।