‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আমার ঠিকানা
আমি শান্তির কুটীরে রেখে গেলাম
আমার ঠিকানা।
আমি জনসমুদ্রের কাছে রেখে গেলাম
আমার নিশানা।।
আমি জীবন নদীর কাছে রেখে গেলাম
আমার বেদনা।
পর্বত শিখরে রেখে গেলাম আমার
জীবন চেতনা।।
সবুজ খেতে রেখে যেতে চাই
শস্যের আঙিনা।
রাস্তার নিকট রেখে গেলাম আমি
সব ব্যথা-বেদনা॥
ধুলোর নিকট জমা রাখতে চাই
নতুন ঘোষণা।
বিপ্লবের কাছে রেখে যেতে চাই
শক্তি, প্রেরণা।।
বিদ্রোহের নিকট থাকুক জমা হয়ে
নতজানু আরাধনা।
আন্দোলনের নিকট থাকলো আমার
বিবেক উপাসনা।।
অত্যাচারীদের নিকট থাকলো আমার
ধিক্কার—ভর্ৎসনা।
অন্যায়-এর বিরুদ্ধে জমা থাকুক
অসন্তোষ যন্ত্রণা।।
লাঞ্ছনার বিরুদ্ধে রইলো আমার
নিঃশব্দ বেদনা।
অপমানের বিরুদ্ধে জমা রইলো
চক্ষে করুণ তৃষ্ণা॥
বক্ষ জুড়ে জমা রেখে গেলাম
উৎসারিত আলো-ঝরনা।
প্রলয়ের নিকট জমা রেখে গেলাম
জন্ম-মৃত্যুর ঠিকানা।।