দিনের কবিতা

‘দিনের কবিতা’। মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা

Must read

‘জাগোবাংলা’য় শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’। মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-আত্মসচেতনতাই বড় ওষুধ

সিদ্ধান্ত

এপার-ওপারের সন্ধিক্ষণে
সিদ্ধান্ত নিতে হয় কঠিন মনে
জলের স্রোত হয় জোয়ারের টানে
সিদ্ধান্ত নিতে হয় সঠিকক্ষণে।

ক্ষমতা ছাড়া অত সোজা নয়
যারা ক্ষমতা ছাড়তে করে ভয়,
অধিক ক্ষমতার অতি উল্লাস
সাময়িক ঝড়ে করে তারে গ্রাস।

তাকাতে হয় সম্মুখ পানে
ভাটা থাকে যেন পেছন টানে,
অগ্রগতির পথে এগিয়ে গেলে
দুর্যোগ-দর্শনের দেখাও মেলে।

তবু যেতে হবে দুরন্ত পথ
দ্বিধা থাকবে না, সামনে মনোরথ,
কাঁটার মুকুটে কাঁটা-কঙ্কন
পরলে মাথায় পাবে সাফল্য ধন।

Latest article