‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ (series)— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-বাঙালির এত প্রেম, বাংলায় প্রেমপত্র কোথায়?
সময়ের ডাক
‘সময়’—সময়কে ডাকে
শুনতে পাচ্ছো সময়?
ডাকছে তৈরি হও।
সময়ের ডাক—নেই হাঁক-ডাক
তৈরি হও সময়ে—
আর না সাড়া দিলে
সময় বিদায় জানাবে সময়ে।
সময়ের ডাক…
সময়ে দিতে হবে সাড়া
না হলে সময় অপেক্ষা করে না
উপেক্ষা করো না বাড়া-ভাত-বাড়া।
পেট ডাকলেই খিদে পেয়েছে
কিছু তো খেয়ে নাও,
সময় যখন ডাক দিয়েছে
তখন তাতে সাড়া দাও।