প্রতীচীর গায়ে উচ্ছেদ নোটিশ বিশ্বভারতীর

১৯ এপ্রিল বেলা বারোটায় কেন্দ্রীয় প্রশাসনিক ভবনে চূড়ান্ত অর্ডার পাশ করবে। সেই সময় অমর্ত্য সেনের প্রতিনিধি বা আইনজীবী চাইলে থাকতে পারেন

Must read

সংবাদদাতা, শান্তিনিকেতন : নোবেলজয়ীর সঙ্গে অসভ্যতা চালিয়েই যাচ্ছেন বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। তিনি দেশে নেই, তার পরেও শুক্রবার প্রতীচী ট্রাস্টের দেওয়ালে উচ্ছেদের নোটিশ সেঁটে দেওয়া হল। এ নিয়ে বিশ্বভারতী অধ্যাপক সংগঠন ভিবিউফার সভাপতি সুদীপ্ত ভট্টাচার্যরা দ্ব্যর্থহীন ভাষায় এই অসভ্য কাজের নিন্দা করেছেন। অমর্ত্যর প্রতিনিধি গীতিকণ্ঠ মজুমদার বলেন, ওই সম্পত্তিতে ১৪৪ ধারা জারি আছে। যা সাঁটাবে সাঁটাক। উনি বিদেশে। সময় চেয়েছিলাম, দিল না। সোমবার কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হব।

আরও পড়ুন-দিনের কবিতা

উপাচার্যের বক্তব্য, আমরা চাইছি, ওঁরা মামলা করুন। সত্যটা বের হয়ে আসুক। নোটিশে বলা হয়েছে, ১৩ এপ্রিল লিখিত জবাব ও হাজিরার অন্তিম সময় দেওয়া সত্ত্বেও অমর্ত্যর আইনজীবী বা প্রতিনিধিরা বিষয়টি উপেক্ষা করে আইনের আশ্রয় নিয়েছেন। তবুও ১৮ এপ্রিল সন্ধে ছ’টা পর্যন্ত ই–মেল মারফত লিখিত জবাব পাঠানোর সময় দিচ্ছে বিশ্বভারতী। এটাই শেষ সুযোগ। ১৯ এপ্রিল বেলা বারোটায় কেন্দ্রীয় প্রশাসনিক ভবনে চূড়ান্ত অর্ডার পাশ করবে। সেই সময় অমর্ত্য সেনের প্রতিনিধি বা আইনজীবী চাইলে থাকতে পারেন।

Latest article