‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-আজ চল্লিশে নবজোয়ার, উচ্ছ্বাস, জনপ্লাবনে চাপ বৃদ্ধি বিরোধীদের
বন্দনা
বন্দনা করবার
নেই যাদের কোনো অভিলাষ
তারা নাকি করবে
ভাষাকে দ্বিখণ্ডিত।
জাতিকে ভূলুণ্ঠিত করা
যাদের নেশা ও পেশা,
তারা নাকি করবে
জাতীয় অভ্যুদয়!
বিদ্বেষ ও বিদ্বেষী স্বপ্ন যাদের
দিবাস্বপ্ন—তারা নাকি দেখবে পূর্ণিমা?
সূর্যগ্রহণের গ্রাসে যারা গ্রাসাচ্ছাদিত,
তারা বলছে করবে সূর্য প্রণাম।
বিভীষিকার জন্মলগ্ন যাদের ঔদ্ধত্যের মণিহার,
তারা আবার দেখবে জাগরণ?
সভ্যতা ও সংস্কৃতির অভ্যুদয়
যাঁদের সংস্কৃতির ফসল নয়,
তাঁরা করবেন সাহিত্য চর্চা!