‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ (series)— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-অর্ধেক আকাশে স্বপ্নের উড়ান
বর্ষা ভাদর
কর্কশ ক্রন্দনে কাকজোছনা ভোর,
আলোর ব্যস্ততর বৈতরণি পার।
বিবর্ণ ধুলোর ছাই রাঙা আকাশে,
মরুকল্যাণে ধূসরিত ভার
শতচ্ছিদ্রতার আচ্ছন্ন
শূন্যতাও আত্মার ধিক্কারে বিস্মৃতা
ক্ষুদ্র বিষণ্ণ সূর্যর অভিমানে আজ
সহজ সর্বগ্রাসী দরিদ্রতা সংগঠিত।।
ভাষণ ভাসনে-ভাসন একাদশী
কলির অবতার কালনাগিনী
শক্তির নির্মমতা, গোবেচারা নিরুদ্দেশ
মনের মুদ্রাদোষে লোকদেখানি
ফিসফাস যড়যন্ত্র শাসকঘরে,
শক্তির নির্মমতা জাদুঘরে-
সম্পূর্ণ ঈর্যায় প্রতিহিংসা ইশারা
ভাবে সবাই একঘরে।
গরমের আগুনের অহর্নিশ অহঙ্কারে
অপেক্ষা করো বর্ষা ভাদরের।।