দিনের কবিতা

‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা

Must read

‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ (series)— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।

আরও পড়ুন-তাঁতশিল্পীরা কেন্দ্রীয় সরকারের ভ্রান্ত নীতির শিকার, প্রতিবাদ

ঝাড়বাতি
ঝাড়ে ঝাড়ে ঝাড়বাতি দাও
দেখবে চমকে যাচ্ছে,
ঝাড়বাতির ঝাড়ে ঝাড়ে
অনেক সিন্ধু ডাকছে।
ধূলি সরণির ঝাড়বাতি ঝড়ে
গোধূলি লগ্ন লালচে,
ইকিম-চিকিম সুর ঝংকারে
আলো ফুটছে আঁধার ঘরে,
ঝাড়বাতি তুমি নব অলঙ্কার,
নয়কো বড়াই অহঙ্কার।
ঝাড়ে, ঝাড়ে, ঝড়ে, ঝড়ে
ঝলকানিতে ফুল সম্ভার।

Latest article