‘জাগোবাংলা’য় (Jago Bangla) শুরু হয়েছে নতুন সিরিজ— ‘দিনের কবিতা’ (poem of the day)। মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) কবিতাবিতান থেকে একেকদিন এক-একটি কবিতা নির্বাচন করে ছাপা হবে দিনের কবিতা। সমকালীন দিনে যার জন্ম, চিরদিনের জন্য যার যাত্রা, তা-ই আমাদের দিনের কবিতা।
আরও পড়ুন-রাজ্যপালের বিরুদ্ধে বিধিভঙ্গের অভিযোগ, কমিশনকে চিঠি তৃণমূল কংগ্রেসের
ঝরনা
ঝরনা কোথা থেকে নামছে
তার উৎস কেউ জানে না
পাহাড়ের ঝরনাধারা
কারও বাঁধ মানে না।
ঝরনার স্রোতে স্রোতস্বিনী
নদী পাথরের নুড়ি
পাহাড়ের গায়ে স্বর্ণরোদ্দুর
ঝরনার লুকোচুরি।
গা ভাসিয়ে দাও ঝরনার জলে
মুঠো ভরে নাও জল
তৃষ্ণার্ত চাতক ডানা মেলে নামুক
ঝরনা পিপাসার ফল।
ঝরনা তোমার পরিচয় কী?
কোথায় তোমার ঘর?
ঝরনার পথ পাহাড়িয়া গ্রামে
পাহাড়ই আঁতুড়ঘর৷